
রাজ্য পুলিশের বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ করলেন মুর্শিদাবাদ কাণ্ডে মৃত হরগোবিন্দ দাসের ছেলে সমর্থ দাসের। সমর্থ দাস জানায় 'রাজ্য পুলিশ আমাকে দিয়ে জোর করে ভিডিও বানানোর চেষ্টা করেছে'।
রাজ্য পুলিশের বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ করলেন মুর্শিদাবাদ কাণ্ডে মৃত হরগোবিন্দ দাসের ছেলে সমর্থ দাসের। সমর্থ দাস জানায় 'রাজ্য পুলিশ আমাকে দিয়ে জোর করে ভিডিও বানানোর চেষ্টা করেছে'। নিজের প্রাণ বাঁচাতে ও বিএসএফ ক্যাম্প এবং এনআইএ তদন্তের দাবী জানিয়ে কলকাতা এসেছেন তিনি। এই ইস্যুতে ক্ষোভ উগড়ে দিনে শুভেন্দু অধিকারীও।