
Murshidabad Violence Latest Update : যেন এক দীর্ঘ অপেক্ষার অবসান। মুর্শিদাবাদ হিংসায় সামশেরগঞ্জের বেতবোনা থেকে নিরাপত্তার অভাবে যেসব পরিবার ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল, তাদের জন্য এই দিনটি ছিল ফিরে পাওয়ার।
Murshidabad Violence Latest Update : যেন এক দীর্ঘ অপেক্ষার অবসান। মুর্শিদাবাদ হিংসায় সামশেরগঞ্জের বেতবোনা থেকে নিরাপত্তার অভাবে যেসব পরিবার ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল, তাদের জন্য এই দিনটি ছিল ফিরে পাওয়ার। মালদার পারলালপুরে আশ্রয় নেওয়া সেই ৮৫টি পরিবার এদিন নৌকায় চেপে ফিরলেন নিজেদের ভিটেমাটিতে।
ফেরার এই যাত্রা শুধু ভূগোলের নয়, আবেগেরও। নদী পেরিয়ে ঘাটে নামার মুহূর্তে অনেকের চোখে জল, কারও মুখে স্বস্তির হাসি। পুলিশ সুপার আনন্দ রায়ের নেতৃত্বে এবং সাংসদ খলিলুর রহমান ও বিধায়কদ্বয়ের উপস্থিতিতে এক মসৃণ ও সম্মানজনক প্রত্যাবর্তনের সাক্ষী রইল বেতবোনা।
প্রশাসন ও জননেতৃত্বের যৌথ উদ্যোগে প্রমাণ হল— নিরাপত্তা থাকলে মানুষ ফিরে আসতে চায়, ফিরে আসতেই পারে আপন ঠিকানায়।