
mutual fund: দেখতে দেখতে ২০২৫ সালের শেষ লগ্নে পৌঁছে গিয়েছি আমরা। ২০২৪ সাল থেকে শেয়ার বাজার নানা ওঠাপড়ার মধ্যে দিয়ে এগিয়েছে। ২০২৫ সালেরও তার খুব একটা ব্যতিক্রম হয়নি। বিশ্বের নানা প্রান্তে যুদ্ধ, ট্রাম্পের ট্যারিফ, সোনা-রুপো-জ্বালানি তেলের দাম, প্রায় সব কিছুই শেয়ার বাজারে প্রভাব ফেলেছে। তা সত্বেও বাজার নিজের গতিতে এগিয়েছে। এই কঠিন সময়েও অনেক ফান্ড বিনিয়োগকারীদের পকেট ভরিয়েছে। কিছু ফান্ড প্রত্যাশা মতো পারফর্ম করতে পারেনি। এজ বিনিয়োগে বসতে লক্ষ্মী-র নতুন পর্বে দেখে নিন গত এক বছরে মিউচুয়াল ফান্ডের সালতামামি।