নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়ার সবুজপল্লি এলাকায় পাওয়া গেল এক অষ্টম শ্রেণীর ছাত্রীর মৃতদেহ। ঘরের ভিতর থেকে উদ্ধার হল তাঁর ঝুলন্ত দেহ। এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। জানা যায় নাবালিকার নাম রিয়া সিংহ।
নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়ার সবুজপল্লি এলাকায় পাওয়া গেল এক অষ্টম শ্রেণীর ছাত্রীর মৃতদেহ। ঘরের ভিতর থেকে উদ্ধার হল তাঁর ঝুলন্ত দেহ। এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। জানা যায় নাবালিকার নাম রিয়া সিংহ। সূত্রের খবর, সেদিন বাড়িতে কেউ ছিল না। নাবালিকা স্কুল থেকে ফিরে জামা বদল করে। তারপরই আত্মহত্যা করে বলে অভিযোগ নাবালিকার মায়ের। তাঁর ঝুলন্ত দেহ দেখতে পায় প্রতিবেশীরা। তারা নাবালিকার দিদিকে খবর দেয়। দিদি এসে দরজা ভেঙে তার বোনের দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা নাবালিকাকে মৃত বলে ঘোষণা করে। সূত্রের খবর, রিয়া প্রতিদিন নিয়ম করে স্কুলে যেত, কোন সমস্যার কথা পরিবারে কোনদিনই জানায়নি। তাহলে কেন নাবালিকা ছাত্রীর এই পরিণতি হল। এই নিয়ে উঠছে প্রশ্ন। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।