নদিয়ার চাপড়ায় তৃণমূলের রাজনৈতিক মঞ্চে পুলিশের উপস্থিতি ঘিরে তীব্র বিতর্ক। অভিযোগ দলীয় কর্মসূচিতে আইসি ও ইনচার্জ উর্দি পরে হাজির ছিলেন। আইসি-র গলায় দেখা গেছে তৃণমূলের দলীয় উত্তরীয়। অভিযোগ আইসি-কে পাশে বসিয়েই বিজেপিকে হাটানোর বার্তা।
নদিয়ার চাপড়ায় তৃণমূলের রাজনৈতিক মঞ্চে পুলিশের উপস্থিতি ঘিরে তীব্র বিতর্ক। অভিযোগ দলীয় কর্মসূচিতে আইসি ও ইনচার্জ উর্দি পরে হাজির ছিলেন। আইসি-র গলায় দেখা গেছে তৃণমূলের দলীয় উত্তরীয়। অভিযোগ আইসি-কে পাশে বসিয়েই বিজেপিকে হাটানোর বার্তা। বিজেপি ও কংগ্রেসের দাবি পুলিশ সরাসরি তৃণমূলের হয়ে কাজ করছে।