Nadia: পরিবারের অমতে গিয়ে অন্য ধর্মে বিয়ে তরুণীর, প্রতিশোধ নিতে জীবিত মেয়ের 'শ্রাদ্ধ শান্তি' করল পরিবার

Published : Jun 22, 2025, 08:55 AM IST
Asianet News

সংক্ষিপ্ত

Nadia News: বাড়ির অমতে বিয়ে। মেয়ের সঙ্গে চরম সিদ্ধান্ত পরিবারের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পরিবারের কীর্তি! বিশদে জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন… 

Nadia News: শুরু হয়ে গিয়েছিল বাড়ির একমাত্র মেয়ের বিয়ের তোড়জোড়। চলছিল ছেলে দেখার কাজ। প্রাথমিক পর্যায়ে একপ্রকার কথাবার্তাও ঠিকঠাক হয়ে গিয়েছিল। সবকিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই বাড়িতে বাজত মেয়ের বিয়ের সানাই। কিন্তু সেই বিয়েতে বাধ সাধল মেয়েই। বাড়ির অমতে পছন্দের পাত্রকে বিয়ে করল। আর এই ঘটনার জেরে রাগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল পরিবার। শুধু তাই নয়, একেবারে শ্রাদ্ধের নিয়মকানুন মেনে মাছ মুখও করানো হয় পাড়া প্রতিবেশী, আত্মীয়স্বজনদের।

এদিকে ঘটনার খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আর এই ঘটনাটি ঘটেছে, নদীয়ার জেলার খাটুরা পালপাড়া এলাকায়। সূত্রের খবর, মেয়ে বাড়ির অমতে অন্য ধর্মের ছেলেকে বিয়ে করায় রাগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করে পরিবারের লোকেরা। এখানেই শেষ নয়, মেয়ে বাড়ি ছেড়ে চলে যাওয়ার ১২ দিন পর নিয়ম আচার মেনে রীতিমত ব্রাহ্মণ ডেকে আচার অনুষ্ঠান, শ্রাদ্ধ শান্তির কাজ করে পরিবারের লোকেরা। খাওয়ানো হয় পাড়ার লোক, আত্মীয়স্বজনদেরও। নদীয়ার কৃষ্ণগজ্ঞের খাটুরা পালপাড়ার এই ঘটনা এখন সমাজ মাধ্যমে রীতিমত ভাইরাল। জীবিত মেয়ের 'শ্রাদ্ধ' করা নিয়ে দ্বিধাবিভক্ত নেটপাড়া। কেউ কেউ মেয়ের বাবার এই কাজকে বাহবা জানিয়েছেন। আবার নেট নাগরিকদের একাংশ 'জীবিত মানুষের যে শ্রাদ্ধ হয় না' সে কথাও মনে করিয়ে দিয়েছে ওই তরুণীর পরিবারের লোকজনদের।

সূত্রের খবর, বাড়ির অমতে বিয়ে করা ওই তরুণীর নাম রাখি বিশ্বাস। তার বাবা কর্মসূত্রে ইজরায়েলে থাকে। মেয়ে অন্য ধর্মে বিয়ে করার খবরে রীতিমত মানসিকভাবে ভেঙে পড়েন ওই তরুণীর বাবা। এরপর বাবার নির্দেশ মতোন পরিবারের বাকি সদস্যরা মেয়ের বইখাতা-জামাকাপড় পুড়িয়ে দেয়। মুছে ফেলে তার সমস্ত স্মৃতি। এরপর পাড়া-পড়শি, আত্মীয়স্বজনদের ডেকে নিজের মেয়েকে মৃত ঘোষণা করেন তাঁরা। এরপর করা হয় শ্রাদ্ধ শান্তির কাজ।

এই বিষয়ে তরুণীর কাকা সোমনাথ বিশ্বাস বলেন, ''আগেও মেয়েকে একবার বাড়িতে ফিরিয়ে আনা হয়েছিল। কিন্তু ও আবার পালিয়ে যায়। এ বার আর ক্ষমা করতে পারলাম না। পুরোহিত ডেকে ধর্মীয় নিয়ম অনুযায়ী, ওর ছবিতে মালা দিয়ে শ্রাদ্ধানুষ্ঠান করেছি। মেয়ে আমাদের ভালবাসা বোঝেনি। সম্মান করেনি। তাই আজ থেকে ও আমাদের মেয়ে নয়।''

ওই তরুণীর পরিবার সূত্রে আরও খবর, মেয়ে পালিয়ে যাওয়ার পর শনিবার হয় ১২ দিন। সেইমত নিয়মকানুন মেনে পরিবারের পুরুষ সদস্যরা মাথা মুড়িয়ে তরুণীর ছবিতে ফুল-মিষ্টি দিয়ে তার শ্রাদ্ধের আয়োজন করে। এই বিষয়ে ওই তরুণীর মা জানিয়েছেন, মেয়ে তাদের ভালোবাসার দাম দেয়নি। তাই তো তার শ্রাদ্ধ করে প্রতিবাদ জানালেন তারা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Humayun Kabir : ৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠের পাল্টা ১ লক্ষ কণ্ঠে কোরান পাঠের হুঁশিয়ারি হুমায়ুনের
Gita Path 2025: জমজমাট ব্রিগেড! লক্ষাধিক কণ্ঠে গীতা পাঠে আধ্যাত্মিক জোয়ার কলকাতায়