Nadia Latest News : নদীয়ার ভীমপুর ডিগ্রি গ্রামের বাসিন্দা মিঠুন বিশ্বাসের জীবনের চিত্র যেন কোনো সিনেমাকেও হার মানায়। ২০১২ সালে তারকনগরের পুজা বিশ্বাসের সঙ্গে সামাজিক মতে বিবাহ হয় মিঠুনের। সন্তানের জন্মের পর থেকেই সম্পর্কের অবনতি শুরু হয়। নদীয়ার ভীমপুর থানায় মিঠুন বিশ্বাসের নামে অভিযোগ দায়ের করে স্ত্রী পুজা বিশ্বাস।