
প্রেমে ভাঙন দেওয়ার অনুমানে এক বন্ধুর নাক কামড়ে উপড়ে নিলো আর এক বন্ধু। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুরের মনসাতলায়। সূত্রের খবর ঘটনাটি ঘটে সরস্বতী পুজোর বিসর্জন রাতে। তখনই দুই বন্ধুর মধ্যে বচসা শুরু হয় বলে জানা যায়।
প্রেমে ভাঙন দেওয়ার অনুমানে এক বন্ধুর নাক কামড়ে উপড়ে নিলো আর এক বন্ধু। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুরের মনসাতলায়। সূত্রের খবর ঘটনাটি ঘটে সরস্বতী পুজোর বিসর্জন রাতে। তখনই দুই বন্ধুর মধ্যে বচসা শুরু হয় বলে জানা যায়। আক্রান্ত যুবক নাকি তাঁর মদ্যপানের অভ্যাসের কথা জানিয়েছে তার হবু শশুর বাড়িতে। এর জেরে রাগে বন্ধুর নাক কামড়ে কেটে নেয় অভিযুক্ত। অভিযুক্তের নামে থানায় অভিযোগ দায়ের করে আক্রান্ত যুবকের পরিবার। কিছুক্ষণের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।