নবান্নে নওশাদ সিদ্দিকী, মমতার সঙ্গে ২০ মিটিনের বৈঠকের পরই দলবদলের জল্পনা তুঙ্গে

Published : Mar 10, 2025, 10:51 PM IST
naushad siddiqui

সংক্ষিপ্ত

নবান্নে নওশাদ সিদ্দিকী (Nawsad Siddique) প্রায় ২০ মিনিট ধরে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে। সোমবার সন্ধ্যায় নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক।

Nawsad Siddique and Mamata Banerjee: জল্পনা বাড়িয়ে নবান্নে নওশাদ সিদ্দিকী (Nawsad Siddique)। প্রায় ২০ মিনিট ধরে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে। সোমবার সন্ধ্যায় নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক। বিধায়ক জানিয়েছেন, ভাঙড়ের বিষয় নিয়ে কথা বলার জন্যই তিনি নবান্নে মুখ্যমন্ত্রীর কাছে এসেছিলেন। যদিও নওশাদের নবান্ন যাত্রা নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে চর্চা শুরু হয়েছে। অনেকেই বলছেন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগেই দল বদল করে তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন আইএসএফ -এর (ISF) নওশাদ সিদ্দিকী। যদিও বৈঠক সেরে বেরিয়ে সেই জল্পনা জল ঢেলেছেন বিধায়ক নিজেই।

নওশাদের অভিযোগ তাঁর বিধায়ক তহবিলের টাকা তিনি যথাযথভাবে খরচ করতে পারছেন না। ভাঙড় ১ ও ২ নম্বর পঞ্চায়েত সমিতির বিধায়ক তহবিলের টাকা খরচ না করে ফেলে রাখা হচ্ছে বলেও অভিযোগ করেছেন বিধায়ক। তিনি বলেন, এই নিয়ে তিনি জেলা প্রশাসনের কাছেও একাধিকবার অভিযোগ জানিয়েছেন। কিন্তু কোনও লাভ হয়নি। আর সেই কারণেই তিনি এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। নওশাদ বলেছেন, 'প্রশাসন টাকা খরচ করছে না। আর শাসকদলের লোকজন প্রচার করছে, নওশাদ কোনও কাজ করছে না।' বিধায়ক জানিয়েছেন, মুখ্যমন্ত্রী তাঁকে আশ্বস্ত করেছেন।

তবে নওশাদের নবান্ন যাত্রা নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে জল্পনা তুঙ্গে। ২০ মিনিটের আলোচনা শুধু কী ভাঙড়কেন্দ্রিক ছিল? প্রশ্ন তুলেছেন অনেকে। সোমবার দুপুরেই বিজেপি ছেড়ে তৃণমূলে শামিল হয়েছিলেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল। তারওপর নওশাদের নবান্নে গিয়ে মমতার সঙ্গে বৈঠক করায় অনেকেই অন্য রাজনীতি দেখছেন। এর আগেই তৃণমূল থেকে সেই দলে যোগদানের প্রস্তাব পেয়েছেন আইএসএফ বিধায়ক। যদিও এদিন সেই প্রসঙ্গও তেলেন তিনি। বলেন, 'এর আগে তৃণমূলের এক জন নেতা আমার উদ্দেশে কী বলেছিলেন আপনারা জানেন। তাই আমি লুকিয়ে আসিনি। সংবাদমাধ্যমকে জানিয়েই নবান্নে এসেছি।' তিনি স্পষ্ট করতে চেয়েছেন নিছকই একজন জনপ্রতিনিধি হিসেবে নিজের এলাকায় কাজ করার জন্য নবান্নে এসেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। এর পিছনে কোনও রাজনীতি নেই। কিন্তু নিন্দুকেরা বলছে অন্য কথা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

১ বছর পরে ২ দিনের সফরে কোচবিহার যাচ্ছেন মমতা, রইল সোম ও মঙ্গলের ঠাসা কর্মসূচি
Dilip Ghosh: বাংলায় ‘বাবরি মসজিদ’! বিজেপির দিলীপ হুমায়ুনকে দিলেন চরম উপদেশ