West Bengal Assembly: সায়ন্তিকাদের শপথ গ্রহণ পর্ব মিটল, জটিলতা পুরোপুুরি কাটল কি?

Published : Jul 05, 2024, 05:15 PM ISTUpdated : Jul 05, 2024, 05:43 PM IST
sayantika banerjee

সংক্ষিপ্ত

বিধানসভা থেকে রাজভবনের দূরত্ব মাত্র কয়েকশো মিটার। কিন্তু রাজ্যপাল ও বিধানসভার স্পিকারের মতামতের দূরত্ব বহু যোজন। তাঁরা কোনও বিষয়েই একমত হতে পারছেন না।

রাজ্যপালের ঠিক করে দেওয়া প্রতিনিধি নয়, নিজেদের পছন্দেই বিধানসভার নতুন সদস্য হিসেবে শপথ গ্রহণ করলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকার। রাজ্যপাল বলেছিলেন,. তাঁদের শপথবাক্য পাঠ করাবেন বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়। কিন্তু রাজ্যপালের এই নির্দেশ পালন করতে রাজি হননি ডেপুটি স্পিকার। তিনি স্পষ্ট জানিয়ে দেন, বিধানসভায় যখন স্পিকার আছেন, তখন তিনি নতুন বিধায়কদের শপথবাক্য পাঠ করাবেন না। এরপর স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। প্রথমে শপথ গ্রহণ করেন মুর্শিদাবাদের ভগবানগোলার বিধায়ক রেয়াত। এরপর শপথবাক্য পাঠ করেন বরানগরের বিধায়ক সায়ন্তিকা। কিন্তু রাজ্যপাল যেখানে ডেপুটি স্পিকারকে দায়িত্ব দিয়েছিলেন, সেখানে স্পিকার নতুন বিধায়কদের শপথবাক্য পাঠ করানোয় ফের জটিলতা তৈরি হতে পারে। এই ঘটনা নিয়ে আপত্তি জানাতে পারেন রাজ্যপাল।

কেন গুরুত্ব পেল না রাজ্যপালের মত?

সায়ন্তিকা ও রেয়াত বিধানসভা উপনির্বাচনে জয় পাওয়ার পর ঠিক হয়েছিল, তাঁরা রাজভবনে গিয়ে শপথ গ্রহণ করবেন। কিন্তু রাজভবনে যেতে রাজি হননি সায়ন্তিকা। তিনি দাবি করেন, বিধানসভাতেই শপথ গ্রহণ করবেন। রাজ্যপাল আবার বিধানসভায় যেতে রাজি হননি। ফলে জটিলতা তৈরি হয়। রাজ্যপালের আসার দাবিতে বিধানসভার বাইরে প্ল্যাকার্ড হাতে ধর্ণায় বসেন সায়ন্তিকা ও রেয়াত। কিন্তু বিধানসভায় গেলেন না রাজ্যপাল। অনেক টানাপোড়েনের পর তিনি ডেপুটি স্পিকারকে শপথবাক্য পাঠ করাতে বলেন। কিন্তু সেটাও হল না। এ ব্যাপারে স্পিকার জানিয়েছেন, বিধানসভার অধিবেশন চলছে। ফলে এখন রাজ্যপালের মতামত গুরুত্বহীন। বিধানসভার আইন মেনেই শপথবাক্য পাঠ করিয়েছেন বলে জানিয়েছেন স্পিকার।

বিরোধীদের অনুপস্থিতিতেই বিধানসভার অধিবেশন

শুক্রবার বিধানসভার বিশেষ অধিবেশনে বিজেপি বিধায়করা যোগ দেননি। শুধু তৃণমূল কংগ্রেসের বিধায়করাই ছিলেন। বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করতে পেরে খুশি সায়ন্তিকা ও রেয়াত।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

BJP: রাজ্যের বিধানসভা উপনির্বাচনের চার কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, জানুন টিকিট পেল কারা

রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, প্রার্থী ঘোষণা করল শাসকদল তৃণমূল

রাজ্যে ফের ভোট! চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কোথায় কত কেন্দ্রীয় বাহিনী? জানাল কমিশন

PREV
click me!

Recommended Stories

টিকিটের ১০০% টাকা ফেরত দিতে হবে, একই সঙ্গে সুজিত-অরূপকে গ্রেফতারের দাবি শুভেন্দুর
মেসির সফরে ভাঙচুর 'কালকাতার কালো দিন', রাজ্যপাল সিভি আনন্দ বোসের নিদান সরকারকে