Summer Vacation: গরমে ছুটি শেষের পর স্কুল খোলার নয়া নির্দেশিকা জারি! তবে স্কুল খুললেও রয়েছে চিন্তা

Published : May 29, 2025, 04:35 PM ISTUpdated : May 29, 2025, 07:14 PM IST

গরমের ছুটির পর স্কুল খোলা নিয়ে নানা গুঞ্জনের অবসান ঘটিয়ে সরকারি নির্দেশিকা জারি হয়েছে। ২ জুন থেকে রাজ্যের সরকারি ও সরকার-অনুদানপ্রাপ্ত স্কুলে ক্লাস শুরু হবে। করোনা সংক্রমণ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে অভিভাবকদের মধ্যে কিছুটা শঙ্কা রয়েছে।

PREV
110

ইতিমধ্যে দেশের অনেক স্কুলেই গরমের ছুটি শেষের নোটিশ পৌঁছে গিয়েছে। একই ভাবে রাজ্যের সব স্কুলগুলিতেও এই একই নির্দেশ মিলেছে।

210

একটানা ছুটির পর এবার সময় হয়েছে স্কুল খোলার। সাধারণত মে মাসের মাঝ খান থেকে জুনের শেষ নাগাদ পড়ে গরমের ছুটি। এবার এই গরমের ছুটি নিয়ে জারি হল নয়া বিজ্ঞপ্তি।

310

এদিকে রাজ্য জুড়ে গরমের ছুটির পর স্কুল খোলা নিয়ে একাধিক কথা শোনা যাচ্ছে। অনেকেই বলছে স্কুল খুললেও আবারও ছুটি পড়তে পারে স্কুলে।

410

প্রথম ধাপে গরমের ছুটির পর বাচ্চাদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে বাড়ানো হয়েছিল ছুটি। সেই সময় অনেকেই দাবি করেছিল স্কুল খুলবে জুলাই মাসের মাঝামাঝি।

510

এমনকি এই বিষয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বহু ভিডিও। যেখানে দাবি করা হচ্ছে বাড়ছে গরমের ছুটি।

610

গরমের কারণে এই বছর নির্ধারিত সময়ের আগে শুরু হয়েছিল ছুটি। এবার সেই ছুটি বাড়ানোর কথা ঘোষণা করল সরকার- দাবি করেছেন অনেকে।

710

এই সমস্ত ভিডিও কিংবা পোস্টের কারণে অনেকের মধ্যেই বিভ্রান্তি দেখা গিয়েছে। এবার প্রকাশ্যে এল সরকারি নির্দেশ।

810

গরমের ছুটি নিয়ে রাজ্যের শিক্ষা দফতর বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয় ২ জুন থেকে রাজ্যের সরকারের অন্তর্গত এবং ভারপ্রাপ্ত স্কুলগুলো ক্লাস শুরু হবে।

910

১ জুন রবিবার পর্যন্ত স্কুল ছুটির পরদিন ২ জুন সোমবার থেকে খুলবে স্কুল। গত বছর সরকারি স্কুলে ৯ মে থেকে ২০ মে পর্যন্ত ছুটি নির্ধারণ করেছিলেন মুখ্যমন্ত্রী। তবে, তা পরে বাড়ানো হয়।

1010

তবে যেভাবে আবারও করোনা মাথা চাড়া দিয়ে উঠছে, তাতে স্কুল খুললেও চিন্তায় রয়েছে অভিভাবকরা।

Read more Photos on
click me!

Recommended Stories