অভিষেকের নামে লেটারহেড ছাপিয়ে কোটি কোটি টাকা প্রতারণা! কাঠগড়ায় নিউটাউনের তৃণমূল কংগ্রেস নেতা

Published : Aug 30, 2024, 02:48 PM IST
Newtown TMC leader accused of extortion by printing fake letterhead in name of Abhishek Banerjee bsm

সংক্ষিপ্ত

নিউটাউনের তৃণমূল কংগ্রেস নেতা কৌশিক সরকার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে নকল লেটারহেড ছাপিয়েছিলেন। পরে সেটি দেখিয়ে বিভিন্ন জায়গায় সুপারিশ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বহু মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা তুলেছিলেন। 

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে নকল লেটারহেড ছাপিয়ে কোটি কোটি টাকা তোলার অভিযোগ নিউটাউনে। বৃহস্পতিবার নিউটাউন থেকে গ্রেফতার করা হয়েছে এক তৃণমূল কংগ্রেস নেতাকে। কলকাতার শেক্সপিয়র স্মরণীর থানার পুলিশ কৌশিক সরকার নামে এক তৃণমূল কংগ্রেস নেতাকে গ্রেফতার করেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনার পিছনে কৌশিক একা রয়েছে না অন্য কেউ রয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ সূত্রের খবর, নিউটাউনের তৃণমূল কংগ্রেস নেতা কৌশিক সরকার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে নকল লেটারহেড ছাপিয়েছিলেন। পরে সেটি দেখিয়ে বিভিন্ন জায়গায় সুপারিশ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বহু মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা তুলেছিলেন। নিউটাউনের তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন উত্তরবঙ্গের এক বাসিন্দার। তারপরই তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে নেমে দেখতে পায় কৌশিক নামের তৃণমূল নেতা প্রচুর মানুষের কাছ থেকে নকল লেটারহেড দেখিয়ে প্রচুর টাকা তুলেছিলেন। শুক্রবার অভিযুক্তকে ব্যাঙ্কশাল কোর্টে পেশ করা হয়েছে।

তোলাবাজির আড়ালে কৌশিক কোনও প্রতারণা চক্র চালাতেন কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। যদিও নিউটাউনের তৃণমূল নেতার প্রতারণার কথা সামনে আসতেই দলের পক্ষ থেকে বলা হয়েছে, অভিযুক্তের সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই। তবে দলের বিভিন্ন কর্মসূচিতে সমর্থক হিসেবে তাঁকে যোগ দিতে দেখা গেছে।

কৌশিক সম্পর্কে রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায় বলেন, 'ওর বিরুদ্ধে একাধিক অভিযোগ আসছিল। তবে ও দলের কোনও পদে ছিল না। কিন্তু মিটিং মিছিলে ওকে দেখেছি। আজকাল তো যে কেউ ছবি দেখিয়ে দাবি করতে পারে আমি অমুক দলের সদস্য।' তিনি আরও বলেছেন, দল এজাতীয় অপরাধ বরদাস্ত করবে না।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Suvendu Adhikari: বঙ্গে ফের শক্তি বাড়াচ্ছে গেরুয়া শিবির! শুভেন্দুর উপস্থিতিতেই বিজেপিতে বড় যোগদান
বর্ষবরণের রাতে দিঘায় ঘুরে বেড়াবে প্রমোদ তরী, বিচ উৎসবে ঘিরে উন্মাদনা বাড়বে পর্যটকদের