অভিষেকের নামে লেটারহেড ছাপিয়ে কোটি কোটি টাকা প্রতারণা! কাঠগড়ায় নিউটাউনের তৃণমূল কংগ্রেস নেতা

নিউটাউনের তৃণমূল কংগ্রেস নেতা কৌশিক সরকার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে নকল লেটারহেড ছাপিয়েছিলেন। পরে সেটি দেখিয়ে বিভিন্ন জায়গায় সুপারিশ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বহু মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা তুলেছিলেন।

 

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে নকল লেটারহেড ছাপিয়ে কোটি কোটি টাকা তোলার অভিযোগ নিউটাউনে। বৃহস্পতিবার নিউটাউন থেকে গ্রেফতার করা হয়েছে এক তৃণমূল কংগ্রেস নেতাকে। কলকাতার শেক্সপিয়র স্মরণীর থানার পুলিশ কৌশিক সরকার নামে এক তৃণমূল কংগ্রেস নেতাকে গ্রেফতার করেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনার পিছনে কৌশিক একা রয়েছে না অন্য কেউ রয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ সূত্রের খবর, নিউটাউনের তৃণমূল কংগ্রেস নেতা কৌশিক সরকার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে নকল লেটারহেড ছাপিয়েছিলেন। পরে সেটি দেখিয়ে বিভিন্ন জায়গায় সুপারিশ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বহু মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা তুলেছিলেন। নিউটাউনের তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন উত্তরবঙ্গের এক বাসিন্দার। তারপরই তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে নেমে দেখতে পায় কৌশিক নামের তৃণমূল নেতা প্রচুর মানুষের কাছ থেকে নকল লেটারহেড দেখিয়ে প্রচুর টাকা তুলেছিলেন। শুক্রবার অভিযুক্তকে ব্যাঙ্কশাল কোর্টে পেশ করা হয়েছে।

Latest Videos

তোলাবাজির আড়ালে কৌশিক কোনও প্রতারণা চক্র চালাতেন কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। যদিও নিউটাউনের তৃণমূল নেতার প্রতারণার কথা সামনে আসতেই দলের পক্ষ থেকে বলা হয়েছে, অভিযুক্তের সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই। তবে দলের বিভিন্ন কর্মসূচিতে সমর্থক হিসেবে তাঁকে যোগ দিতে দেখা গেছে।

কৌশিক সম্পর্কে রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায় বলেন, 'ওর বিরুদ্ধে একাধিক অভিযোগ আসছিল। তবে ও দলের কোনও পদে ছিল না। কিন্তু মিটিং মিছিলে ওকে দেখেছি। আজকাল তো যে কেউ ছবি দেখিয়ে দাবি করতে পারে আমি অমুক দলের সদস্য।' তিনি আরও বলেছেন, দল এজাতীয় অপরাধ বরদাস্ত করবে না।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
টাকা 'হজম' করার আগেই ধরে ফেলে খেলা ঘুরিয়ে দিলেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | Awas Yojana
'আমি মারা গেলে আমার যেন স্ট্যাচু না হয়' দলের উদ্দেশ্যে বার্তা মমতার
Mamata Banerjee: 'মোদী কিছু দেয় নি আমি ৫০ লক্ষ বাড়ি দিয়েছি' বিতর্কিত মন্তব্য মমতার
দেরিতে আসায় অঙ্গনওয়াড়ি কর্মীকে কড়া ধমক MLA অসিত মজুমদারের, দেখুন ভিডিও