
Nipah Virus Update : নিপা ভাইরাসে আক্রান্ত পূর্ব মেদিনীপুরের ময়নার এক যুবক। বারাসাতের হাসপাতালে কর্মরত ওই যুবকের রিপোর্ট পজিটিভ আসার পর বাড়ছে উদ্বেগ। আক্রান্ত যুবক কি জেলায় ফিরেছিলেন? কী জানাচ্ছে স্বাস্থ্য দপ্তর? দেখে নিন বিস্তারিত খবর।
Nipah Virus Update : রাজ্যে নিপা ভাইরাস নিয়ে উদ্বেগের মাঝে পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের বাকচা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চাঁদিবেনিয়া গ্রামে এক যুবক "নিপা" ভাইরাসে আক্রান্ত। ময়নার সেই যুবক বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত ছিলেন কিছুদিন আগে বাড়িতে খবর আসে ওই যুবকের জ্বর হয়েছে, বাড়ির লোকজন গিয়ে এবং সেখানে বন্ধু-বান্ধবের সহযোগিতায় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে জানা যায় ওই যুবক নিপা ভাইরাসে আক্রান্ত। কাজেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার বিভাস রায় জানান যে পুরুষ নার্সকে ঘিরে কিছু কথা শোনা যাচ্ছে, তাঁর বাড়ি এই জেলায় হলেও তিনি এখানে আসেননি এবং তাঁর সংস্পর্শে কেউ আসেননি।