দক্ষিণ ২৪ পরগনা গোসাবা ব্লকের সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপ অঞ্চল বালি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মথুরাখণ্ড অক্ষয় চন্দ্র বিদ্যাপীঠ স্কুলের বেহাল দশা। দু-তলা স্কুলের বিদ্যুৎ নেই চারটি ক্লাসে। স্কুলের জলের ব্যবস্থাও ভালো নেই। জলে দুর্গন্ধ।
দক্ষিণ ২৪ পরগনা গোসাবা ব্লকের সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপ অঞ্চল বালি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মথুরাখণ্ড অক্ষয় চন্দ্র বিদ্যাপীঠ স্কুলের বেহাল দশা। দু-তলা স্কুলের বিদ্যুৎ নেই চারটি ক্লাসে। স্কুলের জলের ব্যবস্থাও ভালো নেই। জলে দুর্গন্ধ। গরমে লাইট ফ্যান নেই। বৃষ্টি হলে স্কুলের জল জমে। দরজা-জানলা চেয়ার টেবিল বেঞ্চ ভাঙা। সেই সঙ্গে উঠছে মিড ডে মিল নিয়ে দুর্নীতির অভিযোগ। প্রধান শিক্ষককে জানিয়েও কোন ফল হয়নি বলে অভিযোগ।