
SIR News : উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে আবারও বাংলাদেশির হদিশ। অভিযোগ, বাংলাদেশি আনোয়ার মোড়ল নূরআলি মোড়লকে বাবা সাজিয়ে ভোটার কার্ড ও সরকারি সুবিধা পেয়েছে। নূরআলি দাবি করেছেন, আনোয়ার তার সন্তান নন এবং তাঁর ব্যক্তিগত নথি ব্যবহার করে জালিয়াতি করা হয়েছে।
SIR News : উত্তর ২৪ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জে আবারও বাংলাদেশির হদিশ। অভিযোগ, বাংলাদেশি আনোয়ার মোড়ল নূরআলি মোড়লকে বাবা সাজিয়ে ভোটার কার্ড ও সরকারি সুবিধা পেয়েছে। নূরআলি দাবি করেছেন, আনোয়ার তার সন্তান নন এবং তাঁর ব্যক্তিগত নথি ব্যবহার করে জালিয়াতি করা হয়েছে। পাল্টা দাবি তুলেছে আনোয়ারের স্ত্রী। বিষয়টি নিয়ে তদন্তে ইলেকশন কমিশন।