গরমের ছুটিতে হবে অনলাইন ক্লাস! সিলেবাস শেষ করতে পরিকল্পনা নিল বেশ কিছু স্কুল

Published : Apr 20, 2024, 07:46 AM IST
Online classes during the summer holidays Several schools plan to complete syllabus

সংক্ষিপ্ত

তাপপ্রবাহের জন্য ছুটি পড়ে গিয়েছে সরকারি ও বেসরকারি স্কুলগুলিতে। কবে ঠিক স্কুল খুলবে তা এখনও জানা যায়নি। একই সঙ্গে সিআইএসসিই এবং সিবিএসই কর্তাদেরও স্কুল ছুটি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তাপপ্রবাহের জন্য ছুটি পড়ে গিয়েছে সরকারি ও বেসরকারি স্কুলগুলিতে। কবে ঠিক স্কুল খুলবে তা এখনও জানা যায়নি। একই সঙ্গে সিআইএসসিই এবং সিবিএসই কর্তাদেরও স্কুল ছুটি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এই অবস্থায় অধিকাংশই ছুটি না দিয়ে অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত নিচ্ছে বলে জানা গিয়েছে।

যথাসময়ে সিলেবাস শেষ না করতে পারলে ছাত্রছাত্রীদের ক্ষতি হবে। তাই এবার অনলাইন ক্লাসের সিদ্ধান্ত নিল স্কুলগুলি।

বেসরকারি স্কুলের মতোই অনলাইনে ক্লাস করানোর সিদ্ধান্ত নিয়েছে বেশ কিছু সরকারি স্কুলও। যেমন-ভবানীপুর মিত্র ইনস্টিটিউশন, শ্যামবাজার পার্ক ইনস্টিটিউশন, যোধপুর পার্ক বয়েজ স্কুল-সহ আরও বেশকিছু প্রতিষ্ঠান।

শহরের স্কুলগুলিতে যদিও বা অনলাইন ক্লাস করার সুবিধা রয়েছে কিন্তু এই সুবিধা থেকে বঞ্চিত রয়েছে গ্রামীন স্কুলগুলি। দীর্ঘদিন ছুটিতে ছাত্রছাত্রীদর ভীষণ ক্ষতি হতে পারে। তাই এই গরমের ছুটির জটিলতা এড়াতে পুরনো হিসেবে ৮৫ দিন বা ৯০ দিন ছুটি ঘোষণার দাবি জানিয়েছে বেশ কিছু শিক্ষক মহল। এ ছাড়াও কোথায় কতদিন ছুটি থাকবে তা এলাকা ভিত্তিক ভাবে ভাগ করা হয় এমনই দাবি তাঁদের।

PREV
click me!

Recommended Stories

কেন যান নি গীতাপাঠের অনুষ্ঠানে? দেখুন কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Suvendu Adhikari: বঙ্কিমদা বলায় মোদীকে তুলোধনা তৃণমূলের, পাল্টা দিয়ে চরম আক্রমণ শুভেন্দুর