হাবরা পোস্ট অফিস রোডের রাজনন্দিনী রেস্টুরেন্ট এন্ড গেস্ট হাউসে বসেছিল জুয়ার আসর। মোবাইলে আইডি কিনে অনলাইনে চলতো এই কারবার। গোপন সূত্রে খবর পেয়ে হাবরা থানার পুলিশ রাজনন্দিনী রেস্টুরেন্ট এন্ড গেস্ট হাউসে হানা দেয় ও পাঁচজনকে গ্রেফতার করে।
হাবরা পোস্ট অফিস রোডের রাজনন্দিনী রেস্টুরেন্ট এন্ড গেস্ট হাউসে বসেছিল জুয়ার আসর। মোবাইলে আইডি কিনে অনলাইনে চলতো এই কারবার। গোপন সূত্রে খবর পেয়ে হাবরা থানার পুলিশ রাজনন্দিনী রেস্টুরেন্ট এন্ড গেস্ট হাউসে হানা দেয় ও পাঁচজনকে গ্রেফতার করে। ধৃতদের মধ্যে দুজন উড়িষ্যার, দুজন নদীয়ার, ও একজন গোবরডাঙ্গার বাসিন্দা। পুলিশ তাঁদের কাছ থেকে ছয়টি এন্ড্রয়েড ফোন ও নগদ প্রায় ১০ হাজার টাকা বাজেয়াপ্ত করেছে। মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তার করে বুধবার ধৃতদের বারাসাত আদালতে তোলা হয় বলে জানা গিয়েছে।