
Chandannagar Latest News : চন্দননগরের কুঠিরমাঠ এলাকায় ৪৫ বছর ধরে বসবাসকারী ষাটোর্ধ্ব ফতেমা বিবিকে সম্প্রতি পুলিশ পাক নাগরিক হিসেবে গ্রেফতার করেছে। জানা গেছে, তিনি ১৯৮০ সালে টুরিস্ট ভিসায় বাবার সঙ্গে পাকিস্তানের রাওয়ালপিন্ডি থেকে ভারতে এসেছিলেন।
Chandannagar Latest News : চন্দননগরের কুঠিরমাঠ এলাকায় ৪৫ বছর ধরে বসবাসকারী ষাটোর্ধ্ব ফতেমা বিবিকে সম্প্রতি পুলিশ পাক নাগরিক হিসেবে গ্রেফতার করেছে। জানা গেছে, তিনি ১৯৮০ সালে টুরিস্ট ভিসায় বাবার সঙ্গে পাকিস্তানের রাওয়ালপিন্ডি থেকে ভারতে এসেছিলেন। ১৯৮২ সালে চন্দননগরের এক বেকারি মালিক মুজফফর মল্লিকের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের দুই কন্যাসন্তান রয়েছে, যারা ইতিমধ্যেই বিবাহিত। কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর পাকিস্তান থেকে আসা নাগরিকদের চিহ্নিত করতে সক্রিয় হয় প্রশাসন। সেই অনুসন্ধানেই উঠে আসে ফতেমার নাম, যিনি ভিসার মেয়াদ শেষ হওয়ার পর থেকেই পুলিশের খাতায় নিখোঁজ ছিলেন। ফতেমার পরিবার দাবি করেছে, তাঁর জন্ম আসলে ভারতের হুগলি জেলার নালিকুল এলাকায়। পরবর্তীতে তাঁর বাবা কাজের সূত্রে পাকিস্তানে যান। স্থানীয়দের মতে, ফতেমা দীর্ঘদিন ধরেই সামাজিকভাবে চন্দননগরের বাসিন্দা। তাঁর ভোটার আইডি, আধার, প্যান কার্ডও রয়েছে। ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করা হলেও এখনও তা অনুমোদিত হয়নি। বয়সজনিত কারণে ফতেমার চিকিৎসা প্রয়োজন, হাঁটুর অস্ত্রোপচারও জরুরি। প্রতিবেশীরা ও পরিবার তাঁর মুক্তির দাবি জানিয়েছেন।