Panchayat Election 2023: 'এমন পরিবেশ তৈরি করতে হবে যে ৩৫৫ লাগবেই', শুভেন্দু অধিকারীর বিস্ফোরক ভিডিও পোস্ট করলেন ডেরেক ও'ব্রায়েন

বারবার কুৎসা সমালোচনার মুখে পড়তে হয়েছে মমতার সরকারকে। এই পরিস্থিতিতে বিস্ফোরক ভিডিও শেয়ার করলেন ডেরেক ও'ব্রায়েন।

Web Desk - ANB | Published : Jul 13, 2023 9:40 AM IST

পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকে বাংলাজুড়ে সন্ত্রাসের আবহ। মনোনয়ন পর্ব থেকে ভোট গণনা নজিরবিহীন সন্ত্রাসের সাক্ষী পশ্চিমবঙ্গ। কোথাও খুন, জখম, মারধর, কোথাও আবার বোমাবাজি মনোনয়ন জমায় বাধা ইত্যাদি নানা ঘটনা সামনে এসেছে। এখনও পর্যন্ত ভোট হিংসায় মৃতের সংখ্যা ৪৫ ছাড়িয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই অভিযোগের তির শাসকদলের দিকে। বারবার কুৎসা সমালোচনার মুখে পড়তে হয়েছে মমতার সরকারকে। এই পরিস্থিতিতে বিস্ফোরক ভিডিও শেয়ার করলেন ডেরেক ও'ব্রায়েন। বাংলাজুড়ে সন্ত্রাসের ঘটনায় বিজেপিকে দায়ী করছেন তিনি। এই মর্মে টুইটারে শেয়ার করেছেন শুভেন্দু অধিকারীর একটি ভিডিও-এর কিছু অংশও। সঙ্গে ক্যাপশনে লেখা 'এক্সপোসজড'।

রাজ্যজুড়ে ভোট হিংসার আবহে শুভেন্দু অধিকারীর একটি ভিডিও পোস্ট পোস্ট করলেন ডেরেক ও'ব্রায়েন (এই ভিডিও-এর সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা)। ভিডিও দেখা যাচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন,'পথই পথ দেখাবে, এমন পরিবেশ তৈরি করতে হবে যে ৩৫৫ লাগবেই, এছাড়া কোনও পরিত্রাণ পশ্চিমবঙ্গের নেই।' এখানেই শেষ নয় এই ভিডিওতে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীকে বলতে শোনা গিয়েছে,'অনেক কিছু করাতে হয়, কীভাবে করাতে হয় আমি জানি।' এর সঙ্গেই ক্যাপশনে তিনি লিখেছেন,'বিস্ফোরক ভিডিও প্রকাশ করে যে বাংলার গ্রামীণ নির্বাচনে সহিংসতার পিছনে কে ছিল।'

 

 

প্রসঙ্গত, সম্প্রতি বিস্ফোরক দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। প্রায় আড়াই বছর পর ফের মুখ খুললেন তৃণমূল ত্যাগ নিয়ে। পঞ্চায়েত নির্বাচনের মুখে পূর্ব মেদিনীপুরের এগরায় প্রচারে এসেছিলেন তিনি। সেই সভামঞ্চে দাঁড়িয়েই বিস্ফোরক দাবি করলেন শুভেন্দু। তৃণমূলে থাকাকালীন মুখ্যমন্ত্রী থেকে উপমুখ্যমন্ত্রীর পদও অফার করা হয়েছিল শুভেন্দুকে কিন্তু সব ছেড়ে চলে এসেছিলেন বলেই দাবি করলেন তিনি।

বুধবার এগড়ায় দাঁড়িয়ে বিরোধী দলনেতা বললেন,'উপমুখ্যমন্ত্রী হওয়ার অফার দিয়েছিল ছুড়ে ফেলে দিয়ে চলে এসেছি। ২০২০ সালে শেষবার উপমুখ্যমন্ত্রীও অফার করেছিল। সেটাও ছুড়ে ফেলে দিয়ে এসেছি।' বিরোধী দলনেতাঢ় মন্তব্য ঘিরে শোরগোল পড়ে গিয়েছে রাজ্যজুড়ে। বুধবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা এক নম্বর ব্লকের দুবদাতে বিজেপি প্রার্থীদের সমর্থনে সভা করেছিল বিজেপি। এই সভায় দাঁড়িয়েই এমন মন্তব্য করেন নন্দীগ্রামের বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকা

 

Share this article
click me!