পঞ্চায়েত নির্বাচনে হিংসার জের, রাজ্য প্রশাসনকে কড়া হুঁশিয়ারি রাজ্যপাল সিভি আনন্দ বোসের

'ভয়-ডরহীন ভাবে মানুষকে ভোটাধিকার প্রয়োগ করতে দিতে হবে'- রাজ্যপাল। পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে হওয়া হিংসার কড়া সমালোচনা রাজ্যপালের। রাজ্য প্রশাসনকে কড়া ভাষায় হুঁশিয়ারি রাজ্যপাল সিভি আনন্দ বোসের।

'ভয়-ডরহীন ভাবে মানুষকে ভোটাধিকার প্রয়োগ করতে দিতে হবে'- রাজ্যপাল। পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে হওয়া হিংসার কড়া সমালোচনা রাজ্যপালের। রাজ্য প্রশাসনকে কড়া ভাষায় হুঁশিয়ারি রাজ্যপাল সিভি আনন্দ বোসের। 'গণতন্ত্রে এই ধরনের রাজনৈতিক হিংসা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। আমি নিজের কানে শুনেছি ও দেখেছি মানুষের আতঙ্ক কোন পর্যায়ে। কিছু মানুষ আম জনতার জীবন নিয়ে ছিনিমিনি খেলছে, এটা চলবে না। রাজনৈতিক হিংসায় চারিদিকে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। আমি রাজ্যপাল এবং সংবিধানের অন্যতম রক্ষাকর্তা, আমি এটা হতে দেব না। মানুষকে তাঁর গণতান্ত্রিক অধিকার ভয়-ডরহীনভাবে প্রয়োগ করতে দিতে হবে। আমি রাজ্যে স্বরাষ্ট্রসচিবকে বলেছি অবিলম্বে ব্যবস্থা নিতে। আমি এখানে হিংসার শিকার মানুষদের সঙ্গে কথা বলেছি, এরা সকলেই আতঙ্কে। পঞ্চায়েত নির্বাচনে মানুষ তাঁর ভোটাধিকার ভয়-ডরহীনভাবেই পালন করবে। পুলিশের অনেকেই জখম হয়েছেন এই রাজনৈতিক হিংসায়। আতঙ্কের এই রাজনীতি চলতে দেওয়া হবে না, আমি ব্যবস্থা নেব।' মন্তব্য রাজ্যপাল সিভি আনন্দ বোসের।

03:52Suvendu Adhikari : 'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর10:23'উল্টো ঝুলিয়ে সোজা করব' এগরার জনসভায় এসে কাকে বললেন শুভেন্দু অধিকারী?05:23Canning : ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি05:39‘বাংলাদেশকে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন দিলীপ10:37কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন শুভেন্দু, শুনলে চমকে উঠবেন03:53‘পশ্চিমবঙ্গে জঙ্গিদের সরকারের মুখোশ মমতা’ শুভেন্দুর ঝাঁঝালো তোপ মমতাকে04:33‘মমতা আজ তৃণমূলের মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক সুকান্ত03:35Hooghly News Today: অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ02:18নিউ আলিপুরের বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল02:41সম্পত্তির দ্বন্দ্বে ভয়ংকর পরিণতি! তীব্র উত্তেজনা পশ্চিম মেদিনীপুরে
Read more