‘ওই জায়গাগুলিতে চিরকাল গন্ডগোল হয়। গত ২৫-৩০ বছরের ইতিহাস দেখলেই আপনি বুঝতে পারবেন। আমি দুঃখিত কিছু বিক্ষিপ্ত ঘটনায় কয়েকজন মারা গিয়েছে। ডোমকলে গন্ডগোল হয়েছে আমাদের কর্মীরা মারা গিয়েছে।’
'ওই জায়গাগুলিতে চিরকাল গন্ডগোল হয়। গত ২৫-৩০ বছরের ইতিহাস দেখলেই আপনি বুঝতে পারবেন। আমি দুঃখিত কিছু বিক্ষিপ্ত ঘটনায় কয়েকজন মারা গিয়েছে। ডোমকলে গন্ডগোল হয়েছে আমাদের কর্মীরা মারা গিয়েছে। ওখানে জিতেছে কে বিরোধীরা। ভাঙরে গন্ডগোল বিরোধীরা করেছে। আমরা তো ওখানে জিতিনি। রাম, বাম, শ্যাম এরা জোট বেঁধে মহাঘোঁট করেছে। মনিপুর জ্বলছে কত লোক মারা গিয়েছে। কেন ওখানে যাচ্ছে না ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি।' নবান্নতে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়