'দিল্লিতে টাকা চাইতে গেলেই ওরা হেনস্থা করে, শাড়ি ধরে টানে, ধাক্কা ধাক্কি করে!' বিস্ফোরক সাংসদ নুসরত জাহান

ফের বিস্ফোরক সাংসদ নুসরত জাহান। ‘একজন ভদ্রমহিলা বাংলার জন্য প্রতিদিন লড়াই করছে। শরীরে চোট পেয়েও লড়াই করে চলেছে। সাম্প্রদায়িক শক্তির কাছে আমরা মাথা নত করব না। গত সাড়ে চার বছরে কেন্দ্রের কাছে কিছু চাইতেই হেনস্থা হতে হয়েছে।’

ফের বিস্ফোরক সাংসদ নুসরত জাহান। 'একজন ভদ্রমহিলা বাংলার জন্য প্রতিদিন লড়াই করছে। শরীরে চোট পেয়েও লড়াই করে চলেছে। সাম্প্রদায়িক শক্তির কাছে আমরা মাথা নত করব না। গত সাড়ে চার বছরে কেন্দ্রের কাছে কিছু চাইতেই হেনস্থা হতে হয়েছে। কেন্দ্র বাংলার মানুষদের একদমই ভালোবাসে না। পঞ্চায়েত নির্বাচনেও বাংলার মানুষ ওদের উচিত জবাব দেবে। সংসদ ভবনের অফিসে যেতে গেলে ওরা শাড়ি টেনে ধরে। ওরা বলে সংখ্যালঘুদের ভোট আমাদের লাগবে না। মানুষ ভোট দেয় মানুষই ঠিক করে কোন সরকার আসবে। বাংলার মানুষ সর্বদা শান্তিপ্রিয় সরকার চেয়েছে।' বসিরহাটের হিঙ্গলগঞ্জের সভায় মন্তব্য করলেন নুসরত জাহান। 

01:52West Bengal News: ‘আমাদের উপর হামলা হলে আমরাও ছাড়বো না’ চরম হুঁশিয়ারি কৌস্তভ বাগচী06:14বাজেটে কী সত্যিই বঞ্চিত পশ্চিমবঙ্গ? দেখুন কী বলছেন শুভেন্দু অধিকারী03:12সরস্বতী পুজো প্যান্ডেল পাহারা দিতে আবেদন খোদ পুলিশের, ক্ষোভ উগরে কী বললেন শুভেন্দু02:50হবে না সরস্বতী পুজো? 'পশ্চিমবঙ্গ এখন পশ্চিম বাংলাদেশ' বিস্ফোরক দিলীপ02:25West Bengal News: হুগলিতে ঘটে গেল ভয়াবহ ঘটনা! ঘরে ঢুকতেই আঁতকে উঠলো সবাই, আতঙ্কে গোটা এলাকা04:16‘এবারের বাজেট অত্যন্ত ভালো বাজেট হয়েছে’ বাজেটের প্রশংসায় পঞ্চমুখ শুভেন্দু অধিকারী05:25গ্রেফতার ডি বাপির মালিক অনির্বাণ দাস, ঠিক কী অভিযোগ, দেখুন কী বলছে গোডাউন মালিক01:33‘সাধারণ গরীবদের কথা ভেবে তো বাজেট করে না’ বিস্ফোরক মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের02:11রাতের অন্ধকারে নদিয়ার শান্তিপুরে এ কী হয়ে গেল! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য গোটা এলাকায়05:30সরস্বতী পুজোতে বাঁধা তৃণমূলের, ক্ষোভ উগরে যা বললেন শুভেন্দু অধিকারী
Read more