হাবরা বিধানসভার মসলন্দপুরে বিজেপি প্রার্থীকে প্রচারে বাধা দেয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ বিজেপির সঙ্গে যদি কোন ব্যক্তি ভোট প্রচারে যায় তাহলে তাকে দেওয়া হচ্ছে হুমকি।
ভোট প্রচারে পিছিয়ে নেই কোনো রাজনৈতিক দল । এরই মধ্যে হাবরা বিধানসভার মসলন্দপুরে বিজেপি প্রার্থীকে প্রচারে বাধা দেয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ বিজেপির সঙ্গে যদি কোন ব্যক্তি ভোট প্রচারে যায় তাহলে তাকে দেওয়া হচ্ছে হুমকি। যে কারণের জন্য বিজেপির সঙ্গে ভোট প্রচারে যেতে সাহস পাচ্ছেন না এলাকার সাধারণ মানুষ । তাই পরিবারের সদস্যদের নিয়ে ভোট প্রচারে নেমে পড়লেন বিজেপি প্রার্থী নরেশ পাল । তবে শাসকদলের বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তৃণমূল নেতৃত্বরা ।