তল্লাশিতে ২৫টি তাজা বোমা উদ্ধার, কেশপুরে বোমাবাজির ঘটনায় ৬ জনকে গ্রেফতার

গতকাল এলাকা দখল নিয়ে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে বোমাবাজিতে হাত উড়ে যায় এক তৃণমূল কর্মীর। সারা রাত তল্লাশি চালিয়ে ওই গ্রাম থেকে উদ্ধার হয় ২৫টি তাজা বোমা।

কেশপুরের চরকা গ্রামে বোমাবাজির ঘটনায় ৬ জনকে গ্রেফতার করল পুলিশ। গতকাল এলাকা দখল নিয়ে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে বোমাবাজিতে হাত উড়ে যায় এক তৃণমূল কর্মীর। সারা রাত তল্লাশি চালিয়ে ওই গ্রাম থেকে উদ্ধার হয় ২৫টি তাজা বোমা। এরপরেই খবর আসে, গ্রামের জঙ্গল লাগোয়া একটি কালভার্টের নিচে বোমা মজুত করে রাখা হয়েছে। আজ সকালে বোমাগুলিকে নিষ্ক্রিয় করে বম্ব ডিসপোজাল স্কোয়াড। মূল অভিযুক্ত তৃণমূল কর্মী মহতাজ খান এখনও পলাতক। এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।

06:02Suvendu Adhikari : মোথাবাড়ি প্রতিবাদ! বিরাট আহ্বান শুভেন্দুর, সোমবার বুঝিয়ে দেবে হিন্দুরা! দেখুন05:11Adhir Ranjan Chowdhury Speech: ‘দুই দলই চায় পশ্চিমবঙ্গে দাঙ্গা লাগুক!’ সরাসরি তৃণমূল বিজেপিকে কাঠগড়ায় তুললেন অধীর রঞ্জন চৌধুরী06:20BJP Protest Mothabari : মোথাবাড়ি কাণ্ডে উত্তাল দমদম পার্ক, বিজেপির বিক্ষোভে অবরুদ্ধ ভিআইপি রোড03:54Suvendu Adhikari Speech: ‘মমতা মুসলমানদের দায়িত্ব দিয়েছিলেন হিন্দুদের দেখার!’ মোথাবাড়ির ঘটনায় বড় ষড়যন্ত্রের ইঙ্গিত শুভেন্দুর08:20Suvendu Adhikari : 'গোঁড়া থেকে উপড়ে ফেলব, রামনবমীর আগেই ওরা মোথাবাড়ি...' বিরাট পদক্ষেপ শুভেন্দুর04:47কাঁথিতে হাতাহাতি! সামান্য সমবায়ের ভোটেও তৃণমূলের 'দাদাগিরি'! দেখুন | Purba Medinipur News | Contai03:36মোথাবাড়িতে যারা ভাঙচুর করল তাঁদের গ্রেফতার না করে যারা ভিডিও শেয়ার করছে তাঁদের গ্রেফতার, ক্ষোভ উগরালেন অগ্নিমিত্রা04:47Contai Election Clash : কাঁথিতে হাতাহাতি! সামান্য সমবায়ের ভোটেও তৃণমূলের 'দাদাগিরি'! দেখুন03:28Basanti News: স্বামীর মৃত্যুর পর শুরু নরকযন্ত্রণা! কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এইরকম করল ভাসুর-দেওর, শোকের ছায়া পরিবারে05:59বন্ধ ইন্টারনেট! থমথমে মোথাবাড়ি, গ্রেফতার ৩৪, সতর্ক প্রশাসন | Mothabari Latest Update | Malda News