চ্যানেল করতে গিয়ে বিপত্তি, নার্সকে শ্লীলতাহানী করল রোগী! নিরাপত্তার দাবিতে প্রবল বিক্ষোভ হাসপাতালে

Published : Sep 01, 2024, 11:55 AM ISTUpdated : Sep 01, 2024, 11:56 AM IST
 udaipur news rape

সংক্ষিপ্ত

চ্যানেল করতে গিয়ে বিপত্তি, নার্সকে শ্লীলতাহানী করল রোগী! নিরাপত্তার দাবিতে প্রবল বিক্ষোভ হাসপাতালে

নার্সকে শ্লীলতাহানী অভিযোগ উঠল রোগীর বিরুদ্ধে। অসুস্থ যুবককে স্ট্রেচারে শুইয়ে হাতে চ্যানেল করতে গিয়েছিলেন নার্স সেই সময়তেই তাঁর শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ করলেন তিনি।

রোগী সুযোগ পেয়েই নার্সের দেহ স্পর্শ করেন বলে অভিযোগ। এই ঘটনার পরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে বীরভূমের ইসলাম বাজারের স্বাস্থ্যকেন্দ্রে। তৎক্ষনাত পুলিশে অভিযোগ জানান হাসপাতাল কর্তৃপক্ষ। পুলিশ এসে গ্রেফতার করে অভিযুক্তকে।

তবে দোষীদের শাস্তির দাবিতে স্থানীয় থানার সামনে বিক্ষোভে ফেটে পড়েন স্বাস্থ্যকর্মীরা। যাতে ২৪ ঘণ্টা পুলিশে নিরাপত্তার দাবিতে

স্বাস্থ্যকেন্দ্রে ২৪ ঘণ্টা পুলিশি নিরাপত্তার দাবি জানিয়েছেন তাঁরা। শনিবার রাতে শারীরিক অসুস্থতা নিয়ে ইলামবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য গিয়েছিলেন। যুবকের সঙ্গে তাঁর পরিবারের লোকজনও ছিলেন। এরপর তাকে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। অসুস্থ যুবকটি স্যালাইন দিতে গিয়েই তাঁকে শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ। রাতেই অভিযুক্তের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয়।

এ প্রসঙ্গে অভিযোগকারী নার্স বলেছেন, " রাতে এক জন রোগী এসেছিলেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমি তাঁকে স্যালাইন দিতে গিয়েছিলাম। ওঁর হাতে চ্যানেল করার সময় রোগী আমার গায়ে হাত দেন। গালিগালাজও করছিলেন। আমি এখানে নিরাপত্তাহীনতায় ভুগছি। একজন রোগী স্বাস্থ্যকেন্দ্রে এসে কী ভাবে এই সাহস পান? ওঁর বাড়ির লোকজনও সামনে ছিলেন। সকলে দেখেছেন কী ঘটেছে।"

PREV
click me!

Recommended Stories

বাবরি মসজিদের জন্য কোটি কোটি টাকা হুমায়ুন কবীরের ব্যাঙ্ক অ্যাকাউন্টে, তলব করল SBI
LIVE NEWS UPDATE: 'আপনার টাকা আপনার অধিকার' কর্মসূচির সঙ্গে যুক্ত হলেন প্রধানমন্ত্রী মোদী, জানুন কী এই কর্মসূচি