পিতৃপক্ষেই মাতৃ দর্শনের হিড়িকশুরু হয়ে গেল। কল্যাণীর ইতি মোড়ে লুমিনাস ক্লাবের পুজো মণ্ডপে গতকাল থেকেই মানুষের ভিড়।
পিতৃপক্ষেই মাতৃ দর্শনের হিড়িকশুরু হয়ে গেল। কল্যাণীর ইতি মোড়ে লুমিনাস ক্লাবের পুজো মণ্ডপে গতকাল থেকেই মানুষের ভিড়। ক্লাবের এ বছরের থিম চিনের গ্র্যান্ড লিসবোয়া। সেই আদলেই সেজে উঠেছে মণ্ডপ। আলোকসজ্জাও ছিল নজরকাড়া। দেখুন ভিডিও।