শান্তিপুরের কন্দোখোলায় ঘটে গেলো এক মর্মান্তিক ঘটনা। পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে টাকা না ফিয়ে পালানোর সময় পেট্রোল পাম্পেরই এক কর্মীকে চাকায় পিষে দিলো পণ্য বোঝাই এক বোলেরো ম্যাক্স পিকআপ ট্রাক। এর জেরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে শান্তিপুরে।
শান্তিপুরের কন্দোখোলায় ঘটে গেলো এক মর্মান্তিক ঘটনা। পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে টাকা না ফিয়ে পালানোর সময় পেট্রোল পাম্পেরই এক কর্মীকে চাকায় পিষে দিলো পণ্য বোঝাই এক বোলেরো ম্যাক্স পিকআপ ট্রাক। এর জেরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে শান্তিপুরে। আনুমানিক রাত ২ঃ১৯ নাগাদ একটি বোলেরো ম্যাক্স পিকআপ ট্রাক কন্দোখোলায় পেট্রোল পাম্পে তেল নিতে ঢোকে। অভিযোগ গাড়িতে টাংকি বোঝাই করে তেল নিয়ে টাকা না দিয়েই পালানোর চেষ্টা করলে ওই গাড়িকে বাঁধা দেয় পাম্পের কর্মী ৩০ বছর বয়সী বিশ্বজিৎ দাস। সেই কর্মী গাড়িটিকে আটকাতে গেলে কার্যত তাঁকে চাকায় পিষে পালিয়ে যায় গাড়িটি। সিসিটিভি ক্যামেরায় এই ঘটনাটি স্পষ্ট দেখা যায়। রক্তাক্ত বিশ্বজিৎ দাসকে শান্তিপুর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। ঘাতক গাড়ির সন্ধান ইতিমধ্যেই শুরু করেছে শান্তিপুর পুলিশ।