রাজ্য পুলিশের নতুন ভারপ্রাপ্ত ডিজি পীযুষ পাণ্ডে, কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার

Published : Jan 30, 2026, 09:38 PM ISTUpdated : Jan 30, 2026, 09:51 PM IST
IPS Officer Piyush Pandey has been appointed as the new director general of West Bengal Police

সংক্ষিপ্ত

রাজ্য পুলিশের নতুন ভারপ্রাপ্ত ডিজি হলেন আইপিএস অফিসার পীযুষ পাণ্ডে। এ ছাড়াও কলকাতার নতুন পুলিশ কমিশনার হলেন আইপিএস অফিসার সুপ্রতিম সরকার।

রাজ্য পুলিশের নতুন ভারপ্রাপ্ত ডিজি হলেন আইপিএস অফিসার পীযুষ পাণ্ডে। এ ছাড়াও কলকাতার নতুন পুলিশ কমিশনার হলেন আইপিএস অফিসার সুপ্রতিম সরকার। এডিজি (আইনশৃঙ্খলা)-র দায়িত্ব দেওয়া হয়েছে বিনীত গোয়েলকে। কলকাতা পুলিশের কমিশনার পদ থেকে সরিয়ে মনোজ বর্মাকে দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা বা ডিরেক্টর অফ সিকিউরিটির পদে। পীযূষ পান্ডে বর্তমানে মুখ্য়মন্ত্রীর নিরাপত্তা বা ডিরেক্টর অব সিকিউরিটির পদে রয়েছেন। এডিজি (এসটিএফ) হলেন জাভেদ শামিম। সুপ্রতিম সরকার এতদিন রাজ্য পুলিশের এডিজি (দক্ষিণবঙ্গ) দায়িত্ব সামলেছেন তিনি। এবার দায়িত্ব সামলাবেন শহর কলকাতা।

নতুন এডিজি (আইনশৃঙ্খলা) হলেন কলকাতা পুলিশের প্রাক্তন সিপি বীনিত গোয়েল। এতদিন কলকাতার প্রাক্তন নগরপাল ছিলেন এডিজি-আইজি এসটিএফ।মেদিনীপুরের রেঞ্জের ডিআইজি অনুপ জয়সওয়ালকে বদলি করা হয়েছে রাজ‍্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডিতে। তাঁকে আইজি করা হয়েছে। মেদিনীপুর রেঞ্জের ডিআইজি অরিজিৎ সিংহকে অতিরিক্ত হিসাবে জঙ্গলমহল ব্যাটালিয়নের দায়িত্ব দেওয়া হয়েছে। কালিম্পংয়ের এসপি শ্রীহরি পাণ্ডেকে উত্তরবঙ্গের আইবি দফতরের ডিআইজি করা হয়েছে।

দক্ষিণ দিনাজপুরের অ্যাডিশনাল এসপি ইন্দ্রজিৎ সরকারকে বদলি করা হয়েছে এসটিএফ-র এসপি হিসাবে। হাওড়ার কমিশনারেটের ডিসি (সেন্ট্রাল) বিশ্বজিৎ মাহাতোকে বিধাননগর স্পেশ্যাল ব্রাঞ্চের ডিসির দায়িত্ব দেওয়া হয়েছে। বিধাননগরের ডিসি ট্রাফিক নিমা নরবু ভুটিয়াকে রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনীর কমান্ডান্ট করা হয়েছে। এই পদে আসবেন মাতওয়ানা মীতকুমার সঞ্জয় কুমার। তিনি বর্তমানে কৃষ্ণনগর পুলিশ জেলার অ্যাডিশনাল এসপি পদে রয়েছেন।

বিধাননগরের অ্যাডিশনাল ডিসি মণীশ জোশীকে বিধাননগর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের ডিসি করা হয়েছে। আইবির জয়েন্ট অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর গায়কোয়াড় নীলেশ শ্রীকান্তকে আনা হয়েছে ঘাটালের এসডিপিও পদে। বীরভূমের অ্যাডিশনাল এসপি রানা মুখোপাধ্যায়কে করা হয়েছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের স্পেশ্যাল ব্রাঞ্চের ডিসি। এছাড়াও, কার্শিয়ঙের অ্যাডিশনাল এসপি অভিষেক রায়কে করা হয়েছে হাওড়া গ্রামীণের অ্যাডিশনাল এসপি। বনগাঁ পুলিশ জেলার অ্যাডিশনাল এসপি সুমন্ত কবিরাজ আইবির অ্যাডিশনাল স্পেশ্যাল সেক্রেটারির পদ সামলাবেন। জঙ্গিপুর পুলিশ জেলার অ্যাডিশনাল এসপি শান্তনু চৌধুরী দায়িত্ব পাচ্ছেন বনগাঁ পুলিশ জেলার অ্যাডিশনাল এসপি পদে।

অনুজ শর্মাকে করা হয়েছে ডিজি (অগ্নি), সিদ্ধনাথ গুপ্তাকে করা হয়েছে ডিজি (কারা)। ডিজি (হোমগার্ড) করা হয়েছে নটরাজন রমেশবাবুকে। বিধাননগর পুলিশ কমিশনারেটের সিপি পদে দায়িত্ব পেলেন মুরলীধর শর্মা। ব্যারাকপুর কমিশনারেটে দায়িত্বে এলেন প্রবীণ কুমার ত্রিপাঠী। হাওড়া কমিশনারেটের সিপির দায়িত্ব পেলেন আকাশ মাঘারিয়া।

কলকাতা পুলিশের ৫২ জন ইন্সপেক্টরের রদবদল করেছে লালবাজার। যাদের মধ্যে ৪৭ জন কলকাতার বিভিন্ন থানার ওসি ও অতিরিক্ত ওসি। এ ছাড়াও শহরের আটটি মহিলা থানার ওসিরও রদবদল হয়েছে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Sukanta Majumdar: ‘IPAC-এর অফিস হলে দৌড়ে যেতেন!’ আনন্দপুর কাণ্ডে মমতাকে কটাক্ষ সুকান্তর
Suvendu Adhikari : 'এরা চামচিকা, আমার কাছে নাবালক' মঞ্চে চরম কথা শুভেন্দুর! দেখুন