রাস্তা উদ্বোধনে গিয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানেই বিক্ষোভের মুখে পড়েন। তাতেই তিনি অশালীন মন্তব্য করেন বলে বিরোধী পক্ষ তৃণমূল কংগ্রেসের অভিযোগ। তিনি মহিলাদের সামনে 'বাপ' তুলে কথা বলেন। অভিযোগ তিনি বলেছিলেন, 'এই চেঁচাবে না, গলা টিপে দেব। টাকা দিয়েছি...।'এখানেই থেমে না থেকে দিলীপ বলেন, 'শুধু বাপ নয়, চোদ্দো পুরুষ তুলব।' আরও অনেক কিছু বলেছিলেন।