গান্ধীমূর্তির পাদদেশে প্রাথমিক শিক্ষক হিসেবে চাকরির দাবিতে অবস্থানরত প্রার্থীদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ বেঁধে গেল। ৮০ জন বিক্ষোভকারীকে আটকে করে লালবাজারে নিয়ে গেল পুলিশ।
গান্ধীমূর্তির পাদদেশে প্রাথমিক শিক্ষক হিসেবে চাকরির দাবিতে অবস্থানরত প্রার্থীদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ বেঁধে গেল। ৮০ জন বিক্ষোভকারীকে আটকে করে লালবাজারে নিয়ে গেল পুলিশ। যাঁদের আটক করা হয়েছে, তাঁদের মধ্যে বেশ কয়েকজন মহিলা আছেন। চাকরিপ্রার্থীদের প্রতি পুলিশের এই আচরণ নিয়ে বিভিন্ন মহল থেকে সমালোচনা শুরু হয়েছে।