PM Modi: এই রাজ্যের ৭২০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

এই রাজ্যে রেল-বন্দরসহ ৭২০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুপুর ৩টে আরামবাগে হেলিকপ্টারে পৌঁছে যান তিনি। 

এই রাজ্যে রেল-বন্দরসহ ৭২০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুপুর ৩টে  আরামবাগে হেলিকপ্টারে পৌঁছে যান তিনি। সরকারি প্রকল্পের উদ্বোধন মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।  এদিন প্রধানমন্ত্রী বলেন, 'পশ্চিমবঙ্গের রেল ততটাই উন্নত হোক যেমনটা অন্য রাজ্যে হয়েছে। এরফলে পর্যটন ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়বে। ট্রেন চলাচল যাতে আরও সুস্ঠভাবে হয় তারও উদ্যোগ নেওয়া হয়েছে।' প্রধানমন্ত্রী এদিন বলেনস অমৃত ভারত প্রকল্পের মাধ্যমে বাংলার ১০০টি  স্টেশনের পুনর্নিমাণ করা হবে। যার মধ্যে রয়েছে তারকেশ্বর স্টেশনও।  তিনি বলেন,  শ্যামাপ্রসাদ বন্দরের জন্য তিন যোজনার বিস্তার করেছে ভাত। এর জন্য ১০০০ কোটি টাকার বেশি খরচ করেছে কেন্দ্রীয় সরকার। এদিনও প্রধানমন্ত্রী পশ্চিম মেদিনীপুরে এলপিজি বটলিং প্ল্যান্টের সূচনা করেন। সাত জেলা এর থেকে উপকৃত হবে। আয়ের পথ তৈরি হবে। হুগলিতেও একটি প্ল্যান্ট চালু করা হয়েছে।

05:28স্কুলে নেই পানীয় জল! মিড ডে মিলের ব্যবস্থা করে খুদেরাই, বিদ্যালয়ের অবস্থা দেখে চমকে যাবেন06:32BSF : সীমান্তে অনুপ্রবেশের মাষ্টারমাইন্ড বাংলাদেশের বিজিবি? কড়া জবাব দেবে বিএসএফ06:59'ভারত চাইলে ২ মিনিটে ইউনুসকে ফানুস বানিয়ে ছাড়বে' চরম কটাক্ষ শমীক ভট্টাচার্যের02:35‘বাংলাদেশ পরিকল্পিতভাবে যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে’ বিস্ফোরক মন্তব্য শোভন দেব চট্টোপাধ্যায়ের03:58Balurghat BSF : রেডি বিএসএফ! কাঁটাতার লাগাতে আসলেই বাধা দিচ্ছে বিজিবি! এবার শিবরামপুরে03:08চিকিৎসার ভুলে ব্রেন ড্যামেজ! কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার আশ্বাস রচনা ব্যানার্জির05:46BSF Border : বাংলার সাহস! কাঁটাতারের বেড়া দিয়ে দিল গ্রামবাসীরা, বিজিবির বাধা! রক্ষা করতে এল বিএসএফ03:31‘মমতা পশ্চিমবঙ্গকে লন্ডন বানাতে গিয়ে লাহোর বানিয়ে ফেলেছেন’ মমতাকে চরম খিল্লি দিলীপের03:32South 24 Parganas News: পরিক্ষার দিনই ভয়াবহ ঘটনার শিকার পরীক্ষার্থীরা! চাঞ্চল্য কানিং-এ02:52'তৃণমূলের ছোট-মাঝারি-বড় সব মাথার ছাতা মমতা বন্দ্যোপাধ্যায়' তৃণমূল কাউন্সিলর খুনে তীব্র আক্রমণ অধীর রঞ্জন চৌধুরীর
Read more