
ভরা বাজারে সদ্যো কৈশোরে পা দেওয়া একটি ছেলেকে 'চোর' অপবাদ দিয়ে চরম অপমান করা হয়। 'মা আমি চুরি করিনি!' এই কথা লিখে নিজেকে শেষ করে দিল সপ্তম শ্রেণির ছাত্র কৃষ্ণেন্দু দাস।
'মা আমি চুরি করিনি!' এই কথা লিখে নিজেকে শেষ করে দিল সপ্তম শ্রেণির ছাত্র কৃষ্ণেন্দু দাস। না বলে দোকান থেকে হাতে তুলে নিয়েছিল একটা মাত্র চিপসের প্যাকেট। কিন্তু তারই জন্য ভরা বাজারে সদ্যো কৈশোরে পা দেওয়া একটি ছেলেকে 'চোর' অপবাদ দিয়ে চরম অপমান করা হয়। দোকানদার যে কিনা পেশায় সিভিক ভলান্টিয়ার। সে সকলের সামনেই ছোট্ট ছেলেটিকে 'চোর' অপবাদ দেয় আর কান ধরে ওঠবোস করায়। এখানেই শেষ নয়! ছেলেটির মাও সকলের সামনেই কৃষ্ণেন্দুকে অপমান করে। সদ্যো কৈশোরে পা দেওয়া কৃষ্ণন্দু এই অপমান মেনে নিতে পারেনি। বাড়ি ফিরেই কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ।