ভুলবশত নাকি মনের কথা? তৃণমূল নেতার মুখে শুভেন্দুর নাম ঘিরে শুরু নতুন সমীকরণ! কী সাফাই দিলেন?

ভুলবশত নাকি মনের কথা? তৃণমূল নেতার মুখে শুভেন্দুর নাম ঘিরে শুরু নতুন সমীকরণ! কী সাফাই দিলেন?

Published : Jan 06, 2026, 12:11 PM IST

TMC vs BJP : তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উদযাপনের অনুষ্ঠানে মাইক হাতে বিরোধী দলনেতার জয়ধ্বনি দিলেন খোদ তৃণমূলের মৎস্য কর্মাধ্যক্ষ। কাঁথির এই ঘটনায় কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। অস্বস্তি ঢাকতে কী বললেন অভিযুক্ত নেতা? জেনে নিন আসল ঘটনা।

TMC vs BJP : তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পালন ঘিরে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে এক অদ্ভুত পরিস্থিতির তৈরি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া মঞ্চ থেকে মাইক হাতে খোদ তৃণমূল নেতাই স্লোগান দিলেন ‘শুভেন্দু অধিকারী জিন্দাবাদ’। এই ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।

ঘটনাটি ঘটেছে কাঁথির দেশপ্রাণ ব্লকের চালতি অঞ্চলের গোবিন্দপুর বুথে। তৃণমূলের নবনিযুক্ত কো-অর্ডিনেটর তথা জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ তরুণ জানা সেখানে উপস্থিত ছিলেন। অভিযোগ উঠেছে, বক্তব্য শেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দেওয়ার সময় আচমকাই তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নামে জিন্দাবাদ স্লোগান দিয়ে বসেন। এতে অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য নেতা-কর্মীরা থতমত খেয়ে যান। মুহূর্তের মধ্যে সেই বক্তব্যের ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে।

বিতর্ক দানা বাঁধতেই সাফাই দিয়েছেন তরুণ জানা। তিনি জানান, শুভেন্দু অধিকারী দীর্ঘদিন তৃণমূলে ছিলেন, তাই পুরনো কথা মাথায় আসায় ভুলবশত মুখ দিয়ে ওই নাম বেরিয়ে গিয়েছে। আবার সংবাদমাধ্যমের কাছে তিনি দাবি করেছেন যে, এটি একটি পুরনো ভিডিও যা বিজেপি এখন ছড়িয়ে দিচ্ছে।

এই সুযোগ হাতছাড়া করেনি বিজেপি। কাঁথির বিজেপি নেতা অসীম মিশ্রের কটাক্ষ, শুভেন্দু অধিকারী যে প্রকৃত জননেতা, তা তৃণমূল নেতারা মনে মনে স্বীকার করেন। তরুণবাবুর মুখ দিয়ে আজ সেই সত্যিটাই বেরিয়ে এসেছে। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের অন্দরেও অস্বস্তি তৈরি হয়েছে।

09:33ED Raids IPAC News: ইডির তল্লাশির মাঝেই চরম কাণ্ড মমতার! মুখ্যমন্ত্রীকে ধুয়ে যা বললেন সুকান্ত
09:30'শাহাজাহান যা করেছিল মমতাও তাই করল', মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ শুভেন্দুর
06:28দিল্লিতে শাহর দফতরে তৃণমূলের ধরনা! চ্যাংদোলা করে সরালো পুলিশ | TMC Protest Delhi | ED Raids IPAC
06:27TMC Protest Delhi: দিল্লিতে শাহর দফতরে ধরনা তৃণমূলের সাংসদদের, চ্যাংদোলা করে সরালো পুলিশ
05:25'মমতার বাড়িতে ED তল্লাশি করলে ১০০ কোটি টাকা পাবে', বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর
05:25Suvendu on Mamata: 'মমতার বাড়িতে ED তল্লাশি করলে ১০০ কোটি টাকা পাবে', বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর
12:05BJP on Mamata IPAC: ইডি তল্লাশিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাধা, ক্ষোভ উগড়ে চরম প্রতিক্রিয়া বিজেপির
12:05ইডি তল্লাশিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাধা, ক্ষোভ উগড়ে চরম প্রতিক্রিয়া বিজেপির
08:08ED Raids I-PAC: ‘ইডি তল্লাশিতে মমতার যা করেছেন হিন্দি সিনেমাতেও এমন দৃশ্য দেখা যায় না!’ ধুয়ে দিলেন সম্বিত পাত্র
12:50'মমতার কারণেই মতুয়াদের এত ভোগান্তি', বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারীর
Read more