Rain: ঘুর্ণাবর্ত ও নিম্নচাপের জেরে মঙ্গলবার পর্যন্ত প্রবল বৃষ্টির, ছবিতে রইল কোথায় কবে দুর্যোগের সতর্কতা
দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন পশ্চিমবঙ্গে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে পশ্চিমবঙ্গে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
শুক্রবার আলিপুর হাওয়া জানিয়েছে বৃহস্পতিবার দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। যার জেরে বৃষ্টি হবে পশ্চিমবঙ্গে।
নিম্নচাপের অবস্থান
তৈরি হয়েছে নিম্নচাপও। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ তৈরি হয়েছে।
দুইয়ের কারণে বৃষ্টি
এই দুইয়ের জেরে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
প্রভাব পড়বে উত্তরবঙ্গে
নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের প্রভাব পড়বে উত্তরবঙ্গের জেলা গুলিতেও।
শুক্রবার থেকে বৃষ্টি
শুক্রবার দুই ২৪ পরগনার বেশ কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলির কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।
শনিবার বৃষ্টি
শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়া এবং হুগলির বিস্তীর্ণ অংশে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ওই দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
রবিবার বৃষ্টি
রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ জেলায়।
সোমবার বৃষ্টি
সোমবার এই জেলাগুলির সঙ্গেই অতি ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া জেলার কিছু অংশে।
মঙ্গলবার বৃষ্টি
ঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে।
নিম্নচাপের গতিপথ
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ঘূর্ণাবর্তটি আগামী দু’দিনে গভীর নিম্নচাপে পরিণত হবে। তার পর ক্রমশ সেটি পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী তিন দিনে ঝাড়খণ্ডের দিকে এগোবে।