Rain: ঘুর্ণাবর্ত ও নিম্নচাপের জেরে মঙ্গলবার পর্যন্ত প্রবল বৃষ্টির, ছবিতে রইল কোথায় কবে দুর্যোগের সতর্কতা

দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন পশ্চিমবঙ্গে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে পশ্চিমবঙ্গে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। 

Saborni Mitra | Published : Aug 16, 2024 1:11 PM IST

110
ঘূর্ণাবর্তের কারণে বৃষ্টি

শুক্রবার আলিপুর হাওয়া জানিয়েছে বৃহস্পতিবার দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। যার জেরে বৃষ্টি হবে পশ্চিমবঙ্গে।

210
নিম্নচাপের অবস্থান

তৈরি হয়েছে নিম্নচাপও। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ তৈরি হয়েছে।

310
দুইয়ের কারণে বৃষ্টি

এই দুইয়ের জেরে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

410
প্রভাব পড়বে উত্তরবঙ্গে

নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের প্রভাব পড়বে উত্তরবঙ্গের জেলা গুলিতেও।

510
শুক্রবার থেকে বৃষ্টি

শুক্রবার দুই ২৪ পরগনার বেশ কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলির কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

610
শনিবার বৃষ্টি

শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়া এবং হুগলির বিস্তীর্ণ অংশে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ওই দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

710
রবিবার বৃষ্টি

রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ জেলায়।

810
সোমবার বৃষ্টি

সোমবার এই জেলাগুলির সঙ্গেই অতি ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া জেলার কিছু অংশে।

910
মঙ্গলবার বৃষ্টি

ঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে।

1010
নিম্নচাপের গতিপথ

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ঘূর্ণাবর্তটি আগামী দু’দিনে গভীর নিম্নচাপে পরিণত হবে। তার পর ক্রমশ সেটি পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী তিন দিনে ঝাড়খণ্ডের দিকে এগোবে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos