চলতি মাসের অধিকাংশ দিনই বৃষ্টিতে নাজেহাল অবস্থা হয়েছে সকলের। কলকাতা শহর-সহ এই রাজ্যের প্রায় সব জেলাই ভিজেছে বৃষ্টিতে।
বেশ কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাতের পর অবশেষে গত বুধবার নিম্নচাপ শক্তি হারাতেই কমেছে বৃষ্টির প্রভাবে। সাধারণ মানুষের মনে এসেছে স্বস্তি।
তবে, এই স্বস্তি সাময়িক। কারণ এত সহজে পিছু ছাড়বে না বৃষ্টি। সক্রিয় মৌসুমি অক্ষরেখার জেরে আপাতত রাজ্যজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
সূত্রের খবর, রাজস্থানের বিকান এবং মধ্যপ্রদেশের দাতিয়া থেকে দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশের ওপরে থাকা নিম্নচাপের ওপর দিয়ে মৌসুমি অক্ষরেখা সরে যাচ্ছে।
এই অক্ষরেখা সরে গিয়ে পূর্বে পুরুলিয়া, দিঘার ওপর চলে আসছে। এর প্রভাবেই রাজ্যের প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।
তবে, আজ দক্ষিণবঙ্গে আছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
হলুদ সতর্কতা জারি আছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। বাকি সব জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও জারি হয়নি সতর্কতা।
বৃষ্টির পাশাপাশি সব জেলায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। আজ শহরের তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৩৩ ডিগ্রি আর সর্বনিম্ন ২৯ ডিগ্রি সেলসিয়াস।
তেমনই উত্তরবঙ্গে আজ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে হতে পারে বৃষ্টি।
আজ দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও উত্তরবঙ্গে চলবে বৃষ্টি। আজ ৮ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
Sayanita Chakraborty