আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, বুধবার থেকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে।
27
২৬ জুলাই, কলকাতা শহরের পাশাপাশি উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া ও হুগলি জেলায় বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে।
37
গাঙ্গেয় বঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হবে।
47
বুধবারের পর বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলবে একটানা রবিবার পর্যন্ত।
57
অন্যদিকে, উত্তরবঙ্গে, কালিম্পং ও আলিপুরদুয়ার জেলায় আজ মাঝারি থেকে ভারী (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টি হবে। অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টি হতে পারে।
67
বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি আলিপুরদুয়ার, কালিম্পং ও কোচবিহার জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।
77
পার্বত্য বঙ্গের অন্যান্য জেলাগুলিতেও মাঝারি বৃষ্টিপাত চলবে শনিবার পর্যন্ত।