জেলায় জেলায় আকাশ মেঘলা। মঙ্গল থেকে টানা বৃষ্টির পূর্বাভাস।
সোমবার সকাল থেকেই বঙ্গে একটু একটু করে কমতে শুরু করেছে ঠান্ডার আমেজ। তার সঙ্গে আকাশে জমতে শুরু করেছে মেঘ।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, মঙ্গলবার বৃষ্টি শুরু হতে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়।
প্রধানত, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব বর্ধমান ও নদিয়া জেলায় মঙ্গলবার বৃষ্টি হতে পারে। বুধবার থেকে প্রত্যেক জেলাতেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
বৃষ্টি হলেও তার পরিমাণ থাকবে খুবই সামান্য, তারই সঙ্গে আকাশ মেঘলা থাকার দরুন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বেড়ে যেতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
মঙ্গলবার থেকে উত্তরবঙ্গেও বৃষ্টি শুরু হতে পারে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং পার্বত্য এলাকায় মঙ্গলবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা।
বুধবার থেকে বৃষ্টি বাড়তে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, ও জলপাইগুড়ি , এই পাঁচ জেলাতেই।
বিক্ষিপ্তভাবে শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গেও তাপমাত্রা ২-৩ ডিগ্রি বেড়ে যেতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।