
Jhargram News Today : ঝাড়গ্রাম জেলার শালবনির বিকাশভারতী উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার সকালে চাঞ্চল্য ছড়ায়, যখন একটি পূর্ণবয়স্ক বন্য হাতি, ‘রামলাল’, স্কুল চত্বরে ঢুকে পড়ে। স্থানীয়দের মতে, গাছভরা পাকা আমের লোভেই রামলালের এই আগমন। হঠাৎ করে হাতিকে সামনে দেখে আতঙ্কিত হয়ে পড়ে শিক্ষক-শিক্ষার্থীরা। অনেকেই স্কুলে প্রবেশ না করেই বাইরে অপেক্ষা করেন। পরে বনদফতরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে সাবধানতার সঙ্গে হাতিটিকে সরিয়ে নেন। তার পরেই ধীরে ধীরে স্বাভাবিক হয় পঠনপাঠন। বনদফতর জানিয়েছে, হাতিটির গতিবিধির ওপর নজর রাখা হচ্ছে এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।