পথ দুর্ঘটনা রুখতে রানাঘাট পুলিশের অভিনব উদ্যোগ, সান্তা ক্লজ সাজিয়ে রাস্তায় পথ চলতি সাধারণ মানুষকে বিশেষ সচেতনতা বার্তা । উৎসবের মরশুমের আগে মানুষ যাতে আরও বেশি করে সচেতন হয় তাই এই কর্মসূচি জানান ট্রাফিক পুলিশের শীর্ষ কর্তা ।
পথ দুর্ঘটনা রুখতে রানাঘাট পুলিশের অভিনব উদ্যোগ | সান্তা ক্লজ সাজিয়ে রাস্তায় পথ চলতি সাধারণ মানুষকে বিশেষ সচেতনতা বার্তা | শান্তিপুর ৩৪ নম্বর জাতীয় সড়কে ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালন | বিভিন্ন যানবাহন চালকদেরকে রাস্তায় দাঁড় করিয়ে সচেতনতার বার্তার মধ্যে দিয়ে একটি করে গোলাপ ফুল তুলে দেয় সান্তা ক্লজ | উৎসবের মরশুমের আগে মানুষ যাতে আরও বেশি করে সচেতন হয় তাই এই কর্মসূচি জানান ট্রাফিক পুলিশের শীর্ষ কর্তা ।