একের পর এক গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছে RBI! জমানো টাকাও মিলছে না, হঠাৎ কেন এমন সিদ্ধান্ত?

Published : Apr 14, 2025, 10:21 AM ISTUpdated : Apr 14, 2025, 10:22 AM IST

একের পর এক গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছে RBI! জমানো টাকাও মিলছে না, হঠাৎ কেন এমন সিদ্ধান্ত?

PREV
17

এবার বহু অ্যাকাউন্ট বন্ধ করে দিতে চলেছে ব্যাঙ্ক। টাকার জালিয়াতি বন্ধ করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার দরুণ বন্ধ হয়ে যেতে পারে বহু সাধারণ গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টও?

27

এবার সাইবার ক্রাইম নিয়ন্ত্রণ করতেই কড়া পদক্ষেপ নিতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক। কিন্তু কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে?

37

যে সমস্ত গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্যানের ডিটেইলস, ভোটার কার্ডের নম্বর দেওয়া থাকবে না সেই সব অ্যাকাউন্ট অতি শিঘ্রই বাতিল হয়ে যেতে পারে।

47

এই জন্য নিজের ব্যাঙ্কে গিয়ে দ্রুত KYC আপডেট ও ফর্ম ১৬ জমা দিতে হবে।

57

যে সমস্ত অ্যাকাউন্টে ভুয়ো লেনদেন চলবেন সেই সমস্ত অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

67

এই অনিয়মিত লেনদেন ঠেকাতে এবার ব্যাঙ্কিং সুবিধার সঙ্গে এআই যোগ হতে পারে। এর মাধ্যমে বেশ অনেকটাই সাইবার ক্রাইম ঠেকানো যেতে পারে।

77

এই প্রসঙ্গে ব্যাঙ্ক কর্মীরা জানিয়েছেন, যে প্রযুক্তিতে বিনিয়োগ, কর্মীদের প্রশিক্ষণ এবং স্টেকহোল্ডারদের মধ্যে সহযোগিতার মাধ্যমে আর্থিক ক্ষেত্রকে আরও নিরাপদ করা যায়।

click me!

Recommended Stories