নদী বাঁধ ভাঙ্গনের আশঙ্কায় সেচ দপ্তরের পক্ষ থেকে নদীর বাঁধ মেরামতির কাজ শুরু হল। গত কয়েকদিন আগে সুন্দরবনের গোসাবা ব্লকে হেতালবাড়ি, দয়াপুর,পাখিরালায় ও কুমিরমারির বেশ কিছু জায়গায় নদী বাঁধে ধ্বস নামে।
নদী বাঁধ ভাঙ্গনের আশঙ্কায় সেচ দপ্তরের পক্ষ থেকে নদীর বাঁধ মেরামতির কাজ শুরু হল। গত কয়েকদিন আগে সুন্দরবনের গোসাবা ব্লকে হেতালবাড়ি, দয়াপুর,পাখিরালায় ও কুমিরমারির বেশ কিছু জায়গায় নদী বাঁধে ধ্বস নামে। তখন সেই নদী বাঁধসেচ দপ্তরের পক্ষ থেকে মেরামতি করা হলেও আবারও আশঙ্কা ছিল ভাঙার। তাই পুনরায় যাতে এইসব এলাকায় নদী বাঁধ ধ্বসে বা ভেঙ্গে না যায় সেই কারণেই মঙ্গলবার থেকে নতুন করে বাঁধ মেরামতির কাজ শুরু হলো।