ছবি নেতাজির, আর নাম তৃণমূল নেতার! রিষড়া পুরসভার ২১ নম্বর ওয়ার্ডে ওই ছবি নিয়েই প্রজাতন্ত্র দিবস পালন হল। নেতাজির এই ছবি ঘিরেই জোর বিতর্ক! রিষড়া পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের সুভাষ নগর এলাকার ঘটনা।
ছবি নেতাজির, আর নাম তৃণমূল নেতার! রিষড়া পুরসভার ২১ নম্বর ওয়ার্ডে ওই ছবি নিয়েই প্রজাতন্ত্র দিবস পালন হল। নেতাজির এই ছবি ঘিরেই জোর বিতর্ক! রিষড়া পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের সুভাষ নগর এলাকার ঘটনা। নেতাজী সুভাষচন্দ্র বসুর ছবির নিচে লেখা 'কিশোর ঘোষ, পৌর সদস্য'। ছাপার সময় ভুল হয়েছে। এমন কোন বড় ব্যাপার নয় এটা। ওই ছবি লাগানো ঠিক হয়নি।' জানালেন তৃণমূল নেতা মনোজ সাউ।