গ্রেজুয়েশনের ষষ্ঠ সেমিষ্টারর্সের রেজাল্ট ঘোষণার দিন নোটিশে উল্লেখ থাকা সত্ত্বেও কোন অনিবার্য কারণে রেজাল্ট ঘোষণা হল না শান্তিপুর কলেজের। এর জেরে ক্ষুধ ছাত্র-ছাত্রীরা।
গ্রেজুয়েশনের ষষ্ঠ সেমিষ্টারর্সের রেজাল্ট ঘোষণার দিন নোটিশে উল্লেখ থাকা সত্ত্বেও কোন অনিবার্য কারণে রেজাল্ট ঘোষণা হল না শান্তিপুর কলেজের। এর জেরে ক্ষুধ ছাত্র-ছাত্রীরা। অভিযোগ দু সপ্তাহ আগে শান্তিপুর কলেজের তরফ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় যে অক্টোবরের ৩ তারিখে ষষ্ঠ সেমিষ্টারর্সের ফলাফল ঘোষণা করা হবে। কিন্তু আজ যখন ছাত্র-ছাত্রীরা কলেজ যায় তাঁদের এক ঘন্টা অপেক্ষা করতে বলা হয়। এক ঘন্টা উত্তীর্ণ হওয়ার পর কলেজ কর্তৃপক্ষ থেকে পুনরায় জানানো হয় আজকের রেজাল্ট দেওয়া হবে না। এই খবর পাওয়া মাত্রই ছাত্ররা ক্ষোভে ফেটে পড়ে। এই বিষয়ে ডি আই সি ও কিছুই বলতে পারেন না।