আরজিকরের মৃত চিকিৎসকের দেহে মিলেছে অন্য মহিলার ডিএনএ! ক্রাইম সিনে আর কে কে ছিল?

Published : Dec 29, 2024, 10:01 AM IST

আরজিকরের মৃত চিকিৎসকের দেহে মিলেছে অন্য মহিলার ডিএনএ! ক্রাইম সিনে আর কে কে ছিল?

PREV
17

আরজিকর কাণ্ডে সামনে এল মোড় ঘোরানো তথ্য। ডিএন-এ রিপোর্ট বিশ্লেষণ করে সামনে এল ভয়াবহ সত্য। রহস্যের জট খুটতে মোট ২৯ টি ডিএনএ বিশ্লেষণ করা হয়েছে।

27

বিশেষজ্ঞ পার্থপ্রতিম মজুমদারের মতে, বৃহদন্ত্রের শেষ ভাগ, স্তনবৃন্ত, যোনীদারের ডিএনএ নমুনা পরীক্ষার ইঙ্গিত গোলমেলে।

37

বৃহদন্ত্রে মিলেছে আরও এক মহিলার ডিএনএর নমুনা। এই নমুনা ধৃত সিভিকের হওয়া সম্ভব নয়। তবে কে এই মহিলা? তাঁর নমুনা কোথা থেকে এল?

47

তবে একইসঙ্গে স্তনবৃন্ত থেকে পাওয়া নমুনার সঙ্গে ধৃত সিভিকের নমুনা মিলে গিয়েছে।

57

তবে চারটি AUTOSOMAL MARKER বলছে যে অন্য পুরুষেরও ডিএনএ রয়েছে।

67

Y ক্রোমোজোম বিশ্লেষণে অবশ্য ধৃত সিভিকের সঙ্গে মিল পাওয়া গিয়েছে। তবে যোনিদ্বারের নমুনাতেও অন্য মহিলার নমুনা মিলেছে।

77

D12S391 মার্কারে অন্য মহিলার সঙ্গে তিলোত্তমার নমুনার মিশ্রণ স্পষ্ট। এই অন্য মহিলার জেনোটাইপ ১৬/২২। এর থেকে স্পষ্ট যে ক্রাইম সিনে কোনও মহিলাও উপস্থিত ছিলেন। এ ছাড়াও মিলেছে একাধিক পুরুষের ডিএনএ।

click me!

Recommended Stories