মঙ্গলবার রিষড়ায় পৌঁছলেন রাজ্যপাল, শৃঙ্খলা বজায় রাখতে আলোচনা সিপির সঙ্গে

গোটা ঘটনা নিয়ে পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেন রাজ্যপাল। এছাড়া রেলগেট এলাকায় থাকা আরপিএফ আধিকারিকদের সঙ্গেও কথা বলেন তিনি।

রাজ্যে অশান্তির ঘটনায় উদ্বিগ্ন রাজ্যপাল। দার্জিলিং সফর মাঝপথে ছেড়ে মঙ্গলবারই রিষড়া পোউঁছলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রামনবমীর মিছিল ঘিরে সৃষ্টি হওয়া উত্তেজনার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার কথা বলেন তিনি। বিমানবন্দরে নেমেইই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান,'যে কোনও মূল্যে শান্তি নিশ্চিত করা হবে।' বিমানবন্দর থেকে সোজা হুগলির রিষড়ায় পৌঁছন তিনি। মঙ্গলবার রাজ্যপালের বিশাল কনভয় পৌঁছয় রিষড়ার ৪ নম্বর রেলগেটে। সেখানে উপস্থিত ছিলেন ডিআইজি বর্ধমান রেঞ্জ শ্যাম সিং এবং চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগিসহ। ছাড়াও প্রশাসনের অন্যান্য উচ্চপদস্ত কর্মচারিরাও ছিলেন। গোটা ঘটনা নিয়ে পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেন রাজ্যপাল। এছাড়া রেলগেট এলাকায় থাকা আরপিএফ আধিকারিকদের সঙ্গেও কথা বলেন তিনি।

বিমানবন্দরে নেমেই সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যপাল। তিনি বলেন,'মানুষের শান্তিতে বাঁচার অধিকার আছে। যাঁরা সাধারণ মানুষের শান্তি বিঘ্নিত করবেন তাঁদের রেয়াত করা হবে না।' ঐক্যবদ্ধভাবে এই পরিস্থিতির মোকাবিলা করার কথাও বলেন তিনি। রাজ্যে বারবার অশান্তির ঘটনার পুণরাবৃত্তিতে উদ্বিগ্ন রাজ্যপাল। মঙ্গলবার বিমানবন্দর থেকে তিনি জানান,'আমরা জানি গত কয়েকদিন ধরে কী চলছে। এই কালো শক্তিকে কখনই আমরা সাধারণ মানুষের স্বাধীনতা খর্ব করতে দেব না। সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেব না। দুর্বৃত্ত দের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।' তিনি আরও বলেন,'সকলে একসঙ্গে শান্তিরক্ষা করব। বাংলার মানুষকে এই ধরনের পরিস্থিতির আর মুখোমুখি হতে হবে না। যে কোনও মূল্যে শান্তি নিশ্চিত করা হবে।'

Latest Videos

রিষড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হল অতিরিক্ত পুলিশ বাহিনী। প্রতিটি রেল গেটে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ডাকা হয়েছে চন্দননগর পুলিশ, হুগলি গ্রামীণ পুলিশের পাশাপাশি হাওড়া সিটি পুলিশকেও। সকাল থেকেই বন্ধ দোকানপাট। স্থানীয় সূত্রে খবর পুলিশ আপাতত দোকান খুলত্তে বারণ করেছে। গোটা এলাকায় জারি ১৪৪ ধারা। এখানেই শেষ নয়, নিরাপত্তা সুনিশ্চিত করতে ইন্টারনেট পরিষেবাও বন্ধ রিষড়া জুড়ে। ইতিমধ্যেই অপরাধীদের খোঁজ শুরু করেছে পুলিশ। সূত্রের খবর, রিষড়ায় অশান্তির ঘটনায় ইতিমধ্যেই ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজ চলছে বলেও জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। যদিও আতঙ্কা কাটছে না মানুষের মন থেকে। সোম বার রাতভর বোমাবাজির ঘটনার রেশ মঙ্গলবার সকালেও কাটছে না।

আরও পড়ুন -

এখনও বন্ধ ইন্টারনেট পরিষেবা, দফায় দফায় টহল দিচ্ছে পুলিশ, মঙ্গলবার সকালেও থমথমে রিষড়া

রিষড়ায় অশান্তির ঘটনায় উদ্বিগ্ন রাজ্যপাল, উত্তরবঙ্গ সফর কাটছাট করে আজই কলকাতায় ফিরছেন সি ভি আনন্দ বোস

'নো ভোট টু মমতা' লেখা টি-শার্ট পরে মঞ্চে শুভেন্দু, চড়া সুরে আক্রমণ তৃণমূলকে

Share this article
click me!

Latest Videos

‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ
West Bengal-এ জঙ্গিযোগ নিয়ে Mamata Banerjee-কে চরম তুলোধোনা Agnimitra Paul-এর! দেখুন কী বললেন
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন