
Purulia Road accident:বিয়ে বাড়ি থেকে ফেরার পথে পথ দুর্ঘটনায় প্রাণ হারাল প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের ৯ জন বাসিন্দা। শুক্রবার সকালে পুরুলিয়া-জামশেদপুর ১৮ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে। বিয়ে বাড়ি থেকে ফেরার পথেই এই মর্মান্তিক ঘটনার শিকার ৯ জন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পুরুলিয়ার বরাবাজার থানার আদাবনা এলাকার একটি বিয়েবাড়িতে গাড়ি ভাড়া করেছিলেন ঝাড়খণ্ডের নিমতি থানার তিলইটাড়ের কয়েক জন। শুক্রবার অনুষ্ঠান বাড়ি থেকেই বাড়ি ফিরছিলেন। পুরুলিয়ার বলরামপুর থানার নামশোল এলাকার জাতীয় সড়কের উপর দিয়ে যাওয়ার সময় গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। তাতেই মারা যায় ৯ জন।
পুলিশ জানিয়েছে, বোরেলো গাড়িটি জামশেদপুরের গিকে যাচ্ছিল। উল্টোদিক থেকে একটি ট্রেলার আসছিল। বলরামপুর থানাক নামশোল প্রাথমিক বিদ্যালয়ের কাছে নিয়ন্ত্রণ হারায় দুটি গাড়ি। মুখোমুখি সংঘর্ষ হয়। বোলেরোর চালকসহ ৯ জনই গুরুতর আহত হয়। স্থানীয়রাও উদ্ধারকাজ শুরু হয়। নিয়ে যাওয়া হয় স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। কিন্তু কাউকেই বাঁচান যায়নি।
এই ঘটনার পর জামশেদপুর-পুরুলিয়া ১৮ নম্বর জাতীয় সড়কে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে রাস্তা থেকে সরিয়ে দেয়। তারপর ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল।