west bengal sir news: SIR-শুনানিতে গিয়েও তৃণমূলের বিক্ষোভের মুখে নির্বাচন কমিশনারের রোল অবজার্ভার সি মুরুগান। মগরাহাটে তাঁর গাড়িতে হামলা চালিয়ে ভেঙে ফেলা হল গাড়ির লক। তৃণমূলের বিধায়ক উদ্দিন মোল্লার ভাই এর নেতৃত্বে হামলা চালানো হয়।