
murshidabad bdo office attack news: ফরাক্কায় SIR শুনানি চলাকালীন তৃণমূল বিধায়ক মনিপুর ইসলামের নেতৃত্বে তাঞ্চব, ভাঙচুরের প্রতিবাদে নামল বিজেপি। বিজেপি নেতাদের দাবি, বাংলার মানুষ এর জবাব ভোটে দেবে। পাশাপাশি বিধায়ক মনিপুর ইসলামের গ্রেফতারির দাবী জানায় তাঁরা।