বরাহনগরে উপ নির্বাচনের বিজেপি প্রার্থী সজল ঘোষ। তিনি দলীয় কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে প্রচার সারলেন বাড়ি বাড়ি ঘুরে।
বরাহনগরে বিধায়ক পদ ছেড়েছেন তাপস রায়। সেই জন্য উপ নির্বাচন হবে বরাহনগরে। উপ নির্বাচনের বিজেপির প্রার্থী সজল ঘোষ আর তৃণমূরের প্রার্থী সায়ন্তিকা। বাড়ি বাড়ি ঘুরে উপ নির্বাচনের প্রচার সারলেন সজল ঘোষ।