৪ কিস্তিতে নয়, ডিসেম্বরের শুরুতেই বেতন বাড়ছে সরকারি কর্মীদের! আচমকা নয়া বিজ্ঞপ্তি মমতার
কালীপুজোর আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বাড়িয়ে ছিল কেন্দ্রের মোদী সরকার। কেন্দ্রের পরই একাধিক রাজ্য সরকারও ডিএ বৃদ্ধির পথে হেঁটেছে। এবার সেই তালিকায় নাম লেখাল এই রাজ্যও। বেতনের আগেই নাকি ঢুকে যাবে ডিএ-র টাকা।
দারুণ খবর রাজ্য সরকারি কর্মচারিদের জন্য। ডিসেম্বরেই বাড়ানো হচ্ছে বেতন।
এবার কিস্তিতে নয়, একবারেই মোটা টাকা হাতে পাবেন রাজ্য সরকারের কর্মীরা।
জানা গিয়েছে একধাক্কায় দ্বিগুণেরও বেশি বাড়ানো হচ্ছে টাকা।
আর এই অতিরিক্ত টাকা অ্যাকাউন্টে ঢুকবে একসঙ্গে।
বছর শেষ হওয়ার আগেই এই দারুণ খবরে রীতিমত খুশি সরকারি কর্মীরা।
বৃহস্পতিবার নবান্ন থেকে এই ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়।
অর্থ দপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী নতুন ভাতার কাঠামো কার্যকর ভাবে চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে। এর ফলে কর্মীরা সাম্প্রতিক মাসগুলোর অতিরিক্ত ভাতা একত্রে পেয়ে যাবে।
প্রায় ছয় বছর ধরে একই ভাতা ছিল কর্মীদের। ২০১৮ সাল থেকে ভাতা বৃদ্ধি না হওয়ায় তাদের মধ্যে অসন্তোষ ক্রমশই বাড়ছিল। অবশেষে দীর্ঘদিনের দাবি মেনে নিয়ে রাজ্য সরকার এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে।
রাজ্য সরকারের অধীনস্ত কর্মবন্ধুদের জন্য নতুন বছরের আগে এক বড় সুখবর। রাজ্যের অর্থ ভাণ্ডার থেকে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে সম্প্রতি জানানো হয়েছে কর্মবন্ধুদের ভাতা এক ধাক্কায় ৩ হাজার টাকা বাড়ানো হবে।
ফলে তাদের এখন বর্তমান বেতন হবে ৫০০০ টাকা। মূলত ভূমি ও রাজস্ব দপ্তর এবং কৃষি দপ্তরে কর্মরত কর্মবন্ধুরা গ্রামীণ ও প্রশাসনিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।